ক্রিমিয়া উদ্ধারে বেপরোয়া, ড্রোন হামলায় রুশ তেলের খনি ওড়াল ইউক্রেন

রাশিয়ার ভেতরে ক্রমাগত বাড়ছে যুদ্ধের ভয়াবহতা (Ukraine Russia war)। সোমবার রাতে রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিওদোশিয়ায় একটি তেলের খনিতে হামলা চালাল ইউক্রেনের সেনা। বায়ুসেনার এই হামলায়…

Ukraine drone strike on russian oil plant in crimia on monday

রাশিয়ার ভেতরে ক্রমাগত বাড়ছে যুদ্ধের ভয়াবহতা (Ukraine Russia war)। সোমবার রাতে রুশ অধিকৃত ক্রিমিয়ার ফিওদোশিয়ায় একটি তেলের খনিতে হামলা চালাল ইউক্রেনের সেনা। বায়ুসেনার এই হামলায় রুশ বাহিনীর মজুত তেলের বড় অংশই নষ্ট হয়েছে বলে কিয়েভের দাবি। শীত শুরুর আগে এই ঘটনা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুশ্চিন্তা বাড়াতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ। 

গণহত্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনার ভারত ত্যাগ? বাংলাদেশ সরকার বলছে জানা নেই!

   

এই হামলা প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সিকি বলেন, যুদ্ধ এখন একটি গুরুত্বপূর্ণ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছে।

২০১৪ সালে ঝটিকা অভিযান চালিয়ে ছোটখাটো সংঘর্ষের পরে দক্ষিণ ইউক্রেনের ক্রাইমিয়া দ্বীপ দখল করেছিল রুশ সেনা। পরে গণভোট করিয়ে ওই অংশকে রুশ ভূখণ্ডের সঙ্গে জুড়ে নিয়েছিল রাশিয়া। সামরিক দৃষ্টিতে ক্রিমিয়ার অবস্থান গুরুত্বপূর্ণ।

‘AK 56’ এর ম্যাজিক, উপত্যকায় আম আদমিতে পরাজিত ‘পদ্ম’

কারণ ক্রিমিয়ায় কৃষ্ণসাগরে শীতকালে বরফগলে সারাবছর জল থাকে। আর সেই কারণে ওই সমুদ্র বন্দর রাশিয়ার বানিজ্যিক স্বার্থে প্রয়োজন। সেই কারণে ওই অঞ্চল দখলে রাখা মস্কোর কাছে অত্যন্ত জরুরি ছিল। ওই দখলদারি অভিযান নিয়ে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছিল রাশিয়াকে। 

ইস্তফা দিলে আর মিলবে না সরকারি চাকরি-সুযোগসুবিধা, সিনিয়রদের কড়া বার্তা রাজ্যের

২০২২ সালে ইউক্রেনের ডনবাস অঞ্চলেরও দখল নেয় রাশিয়া। একইভাবে গণভোট করিয়ে ডনবাসকে নিজেদের বলে দাবি করে মস্কো। পরে সেই এলাকা উদ্ধারের জন্য রাশিয়ার সঙ্গে প্রবল সংঘাতে জড়িয়ে পড়ে কিয়েভ। দুবছর পেরিয়ে গিয়েছে এখনও অব্যাহত সেই যুদ্ধ। সম্প্রতি রাশিয়ার ভূখন্ডে কিরস্কের একাধির জায়গায় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। যার জেরে ব্যপক ক্ষতির মুখে পড়তে হয় রাশিয়াকে। তারপর এবার ক্রিমিয়ার ফিওদোশিয়ায় তেলের খনিতে হামলা নিঃসন্দেহে মস্কোর রক্তচাপ বাড়াবে বলেই মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।