IPL 2024: ফাইনালে কামিন্স VS স্টার্ক

Sunrisers Hyderabad Reach IPL 2024 Final as Rajasthan Royals Knocked Out

রাজস্থান রয়্যালসকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। শিরোপা নির্ধারণী ম্যাচে (IPL 2024 ) হায়দরাবাদ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হবে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএল ২০২৪ মরসুমের ফাইনালে পৌঁছেছে প্যাট কামিন্স- এর সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে হায়দরাবাদ।

Advertisements

কোয়ালিফায়ার-১ ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে আরও একবার মুখোমুখি হবে দুই দল। এদিনের ম্যাচে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। হায়দরাবাদ খারাপ শুরু করলেও ঘুরে দাঁড়ায়। হেনরিখ ক্লাসেনের ৩৪ বলে ৫০ রানের হাফসেঞ্চুরির সাহায্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে।

জবাবে যশস্বী জয়সওয়াল রাজস্থানের হয়ে শুরুটা ভালো শুরুটা ভাল করলেও তাঁর আউটের পর দলের ছন্দ পতম হয়। ধ্রুব জুরেল হাফসেঞ্চুরি করে দলকে ম্যাচে রাখার চেষ্টা করলেও প্রয়োজনীয় রান রেট এত বেশি ছিল যে তাঁর প্রচেষ্টা কাজে আসেনি। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান তোলে রাজস্থান।

Advertisements

হায়দরাবাদের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা স্পিনার শাহবাজ আহমেদ দারুণ বোলিং করেছেন এদিনের ম্যাচে। শাহবাজ ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘোরানো পারফরম্যান্স করছেন। ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছেন অস্ত্রেলিয়ার অন্যতম সেরা দুই বোলার। ফাইনালে দেখা যেতে পারে কামিন্স বনাম মিচেল স্টার্ক দ্বৈরথ।