নয়াদিল্লি: ফের হাসপাতালে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী৷ বৃহস্পতিবার সকালে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পেটের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি৷ তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। আশা করা হচ্ছে, আজ শুক্রবারই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে তাঁকে।
২০২৪-এর ডিসেম্বরে ৭৮-এ পা রেখেছেন সোনিয়া গান্ধী৷ ওই সময়ও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সেই কারণেই কর্নাটকে অনুষ্ঠিত কংগ্রেসের নব সত্যাগ্রহ বৈঠকে যোগ দিতে পারেননি। গত দু’বছর ধরে বারবার সোনিয়ার অসুস্থতার খবর মিলেছে। বিভিন্ন শারীরিক সমস্যা রয়েছে তাঁর৷ নিয়মিত চিকিৎসা করাচ্ছেন তিনি। দু’বার কোভিডেও আক্রান্ত হয়েছেন কংগ্রেস নেত্রী। কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতা তাঁকে ভোগাচ্ছে৷
বুধবার রাজ্যসভার জিরো আওয়ার-এ প্রথমবারের মতো বক্তব্য দেন সোনিয়া গান্ধী। তিনি জাতীয় খাদ্য সুরক্ষা আইন (NFSA) নিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে উপকারভোগীদের চিহ্নিত করতে ২০১১ সালের জনগণনা ব্যবহার করা হচ্ছে, যা বর্তমানে ব্যবহৃত জনসংখ্যার হিসাবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তিনি আরও উল্লেখ করেন, ২০১৩ সালে ইউপিএ সরকারের অধীনে প্রবর্তিত এই আইনটি দেশের ১৪০ কোটি মানুষের খাদ্য ও পুষ্টি সুরক্ষা নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছে, বিশেষ করে করোনাভাইরাস মহামারীর সময়।
সোনিয়া গান্ধী বলেন, NFSA লক্ষ লক্ষ দরিদ্র এবং ভঙ্গুর পরিবারকে খাদ্য নিরাপত্তা দিয়েছে এবং তাঁদেরকে অপুষ্টি এবং অনাহারের কবল থেকে রক্ষা করেছে। এর আগে সংসদে বাজেট অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেওয়ার পরও গোল বেধেছিল৷ ‘অবমাননাকর’ এবং ‘অপবাদমূলক’ শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছিল সোনিয়ার বিরুদ্ধে। স্বাধিকার ভঙ্গের নোটিস এনেছিলেন একাধিক বিজেপি সাংসদ।