Ration Scam: ইডি হেফাজতে অসুস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয়? বললেন আমি ‘ভালো নেই’

রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার হওয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন আদালতে পেশ করছে ইডি। তিনি ইডি দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই বললেন ‘আমি ভালো নেই’। তবে…

Jyotipriyo Ration Scam: ইডি হেফাজতে অসুস্থ মন্ত্রী জ্যোতিপ্রিয়? বললেন আমি 'ভালো নেই'

রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার হওয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে এদিন আদালতে পেশ করছে ইডি। তিনি ইডি দফতর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়েই বললেন ‘আমি ভালো নেই’। তবে কি মন্ত্রী ইডি হেফাজতে অসুস্থ? উঠছে প্রশ্ন। এর আগে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। বলেছিলেন সব বিজেপির চক্রান্ত। মমতাদি সব জানেন।

গত ৩ নভেম্বর সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে শারীরিক পরীক্ষা করাতে যাওয়া ও ফেরার সময় নিজেকে নির্দোষ বলেছিলেন মন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, আমি নির্দোষ। আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সৈনিক। এটা ইডি-বিজেপির চক্রান্ত। আমি প্রমাণ করে দেব ৬ তারিখ।

   

আজই সেই ৬ তারিখ। জ্যোতিপ্রিয়র দাবি মতো এদিনই তিনি ‘প্রমাণ’ দেবেন। কী প্রমাণ দেবেন তিনি? এ নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র।

সিজিও থেকে বেরিয়ে আদালতের পথে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাকে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি ভালো নেই। তিনি কী বোঝাতে চাইলেন তা স্পষ্ট নয়‌। তিনি তার শারীরিক অবস্থার কথা বললেন নাকি তদন্তকারী সংস্থার জেরায় তিনি ভালো নেই‌। সেই কথা স্পষ্ট তিনি বলেননি। তিনি নির্দোষ বলে আগেই দাবি করেছিলেন বনমন্ত্রী।

ইডির তরফে নতুন করে তথ্য প্রমাণ চলছে‌। সেই সমস্ত তথ্য প্রমাণ সামনে রেখে আদালতে আবেদন জানানো হবে বলে ইডি সূত্রে জানা গেছে। অন্যদিকে, জ্যোতিপ্রিয়র আইনজীবী জামিনের হয়ে সওয়াল করবেন।

সিজিও কমপ্লেক্স থেকে দুদিন আগে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জ্যোতিপ্রিয় তার বিরুদ্ধে তদন্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম করেছিলেন। কিন্তু এদিন তার মাথা নীচু ছিল। মন্ত্রী কেবল জবাব দিয়েছেন তিনি ভাল নেই। গাড়িতে উঠে যান তিনি। তদন্তকারীদের গাড়ি রওনা দেয় আদালতের উদ্দেশে।