মেট্রোর জন্যেই জলে ডুবেছে সল্টলেক-নিউ টাউন, বিস্ফোরক মমতা

কলকাতা: টানা বৃষ্টির পর সল্টলেক, রাজারহাট ও নিউ টাউনের বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতির জন্য মেট্রো কর্তৃপক্ষের উপরেই দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা…

Mamata Banerjee AI Picture by kolkata24x7

কলকাতা: টানা বৃষ্টির পর সল্টলেক, রাজারহাট ও নিউ টাউনের বিস্তীর্ণ এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতির জন্য মেট্রো কর্তৃপক্ষের উপরেই দায় চাপালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশও দিলেন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, মেট্রোর নির্মাণ কাজের সময় যত্রতত্র ফেলে রাখা মালপত্রে নালা ও নর্দমার মুখ বুজে গিয়েছে৷ যার জেরে জল দ্রুত নামতে পারছে না। তিনি আরও জানান, হিডকো ও এনকেডিএ এলাকায় জল জমার দায় পুরোপুরি মেট্রোর কাঁধে থাকবে।

মুখ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

সন্ধ্যায় কালীঘাটের বাসভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একাধিক জেলার দুর্গাপুজো উদ্বোধনের সময় তিনি বলেন, ‘‘মেট্রোর নির্মাণ সামগ্রীর কারণে জল জমেছে। দ্রুত মালপত্র সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।’’

   

তিনি কড়া ভাষায় বলেন, “দুর্যোগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা চলবে না। বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় হলেও আমি কখনও তা নিয়ে রাজনীতি করিনি।”

Advertisements

বিদ্যুৎ দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা

সকালের বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী সিইএসসিকে দায়ী করেন। তিনি মৃত পরিবারের প্রতি সহানুভূতির সঙ্গে ঘোষণা করেন, “প্রতিটি মৃত ব্যক্তির পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে এবং পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে।” এই বিষয়ে সংস্থার কর্ণধার সঞ্জীব গোয়েন্‌কারের সঙ্গে কথা হয়েছে।

পুজো অনুষ্ঠানে প্রভাব

দুর্যোগের কারণে মঙ্গলবারের কিছু পুজো উদ্বোধন স্থগিত রাখতে হয়েছে। বুধবার চেতলা অগ্রণীর উদ্বোধনও জলমগ্নতার কারণে পিছিয়ে গেছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News