Murshidabad: মুর্শিদাবাদে মারকুটে বাম-কংগ্রেসের কাছে উড়ে গেল তৃণমূল

বাম-কংগ্রেস জোট জয়ী। পরাজিত তৃণমূল। খাতা খুলতে পারল না বিজেপি। দিনভর চরম উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার দৌলতাবাদ সমবায় সমিতির নির্বাচন। সংঘর্ষে…

Murshidabad: মুর্শিদাবাদে মারকুটে বাম-কংগ্রেসের কাছে উড়ে গেল তৃণমূল

বাম-কংগ্রেস জোট জয়ী। পরাজিত তৃণমূল। খাতা খুলতে পারল না বিজেপি। দিনভর চরম উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হল মুর্শিদাবাদ (Murshidabad) জেলার দৌলতাবাদ সমবায় সমিতির নির্বাচন। সংঘর্ষে জখম একাধিক। গণনা শেষে লাল-সবুজ আবির উড়ল।

হাই কোর্টের নির্দেশে সমবায় নির্বাচন ঘিরে রণক্ষেত্র ছিল মুর্শিদাবাদের দৌলতাবাদ। বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের দফায় দফায় সংঘর্ষ, হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী লাঠি চালায়।এলাকায় র‍্যাফ নামে। সমবায় ভোট ঘিরে ওই এলাকা কার্যত রণক্ষেত্রে হয়েছিল।

   

মুর্শিদাবাদের দৌলতপুর কৃষি উন্নয়ন সমবায়ে বাম কংগ্রেস জোট পেয়েছে ৩৯, তৃনমূল -০৪, বিজেপি-শূন্য। তবে জয়ী বাম-কংগ্রেস জোটের অভিযোগ, পুলিশ তৃণমূলের সাথে হাতে হাত মিলিয়েছিল। জেলা কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্বের তরফে এসেছে অভিনন্দন।

Advertisements

গত লোকসভা নির্বাচনে এই জেলাতেই বাম-কংগ্রেস জোটের সঙ্গে তীব্র ভোট লড়াই হয়েছিল তৃণমূলের। তবে তৃণমূল জয়ী হয়। দুই হেভিওয়েট জোট প্রার্থী কংগ্রেসের অধীর চৌধুরী ও সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পরাজিত হন।  ফলাফলের নিরিখে আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ থেকে বিধায়ক পাঠাতে মরিয়া চেষ্টা করছে জোট। সমবায় নির্বাচনের জয় এনে দিল অক্সিজেন।

কলকাতা হাই কোর্টের নির্দেশে বহরমপুরের দৌলতাবাদ মহারাজপুর এসকেইউএস লিমিটেডে রবিবার ভোট হয়।  এই সমবায় সিপিআইএম-কংগ্রেস জোটের দখলে থেকে গেল। ভোট শুরু হওয়ার পরই উত্তেজনা বাড়ে। শুরু হয়ে যায় সংঘর্ষ। একাধিক জখম। নির্বাচন পরবর্তী সংঘর্ষের সম্ভাবনা আছে।