ফের ব্যর্থ সূর্য! প্রোটিয়াদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের

ধরমশালা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে সহজ জয় পেল সূর্যের ভারত (Dharamshala 3rd T20I: India vs South Africa)। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র…

india-vs-south-africa-3rd-t20-dharamshala-india-win

ধরমশালা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে সহজ জয় পেল সূর্যের ভারত (Dharamshala 3rd T20I: India vs South Africa)। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৭ রানের লক্ষ্য মাত্রা দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ঝোড়ো শুরু করেন অভিষেক শর্মা। গিল কিছুটা রান পেলেও নড়বড়ে। অধিনায়ক সূর্যের অফ ফর্ম অব্যাহত। লক্ষ্য তাড়ায় নেমেই আগ্রাসী মেজাজে শুরু করেন অভিষেক শর্মা।

Advertisements

প্রথম থেকেই প্রোটিয়া বোলারদের ওপর চাপ তৈরি করে তিনি একের পর এক আকর্ষণীয় শট খেলেন। মাত্র ১৮ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৫, যা ভারতের রান তাড়ার ভিতটা গড়ে দেয়। তবে ভালো শুরু করেও করবিন বোশের বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে।

   

একাই লড়লেন মার্করাম! প্রথম ইনিংসের শেষে সহজ লক্ষ্য ভারতের

অন্য প্রান্তে কিছুটা ধীর গতিতে ইনিংস সাজান শুভমান গিল। পাঁচটি চারের সাহায্যে ২৮ বলে ২৮ রান করেন তিনি। যদিও ইনিংসের মাঝে একাধিকবার অস্বস্তিতে দেখা যায় গিলকে, এবং ম্যাচের গতি বাড়াতে তিনি পুরোপুরি সফল হননি। শেষ পর্যন্ত মার্কো ইয়ানসেনের বলে বোল্ড হয়ে ফেরেন ভারতীয় ওপেনার।

এরপর ক্রিজে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দলের জয়ের পথে বড় কোনও বাধা না থাকলেও, সূর্যের ব্যাট থেকে প্রত্যাশিত ঝলক দেখা গেল না এই ম্যাচেও। ১১ বলে মাত্র ১২ রান করে লুঙ্গি এনগিডির বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ইনিংসে ছিল দুটি চার, তবে আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট ছিল। একের পর এক ম্যাচে ব্যর্থতায় সূর্যের ফর্ম নিয়ে চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে।

মাঝে একাধিক উইকেট পড়লেও ভারতের জয়ের ভিত নড়বড়ে হয়নি। একপ্রান্ত আগলে রেখে দায়িত্বশীল ইনিংস খেলেন তিলক ভার্মা। ৩৪ বলে অপরাজিত ২৫ রান করে ম্যাচ শেষ করে আসেন তিনি। বড় শটের ঝড় না তুললেও পরিস্থিতি অনুযায়ী খেলে দলকে নিরাপদে লক্ষ্যে পৌঁছে দেন তিলক।

শেষদিকে শিবম দুবে নামতেই ম্যাচের রং পুরোপুরি বদলে যায়। মাত্র ৪ বলে অপরাজিত ১০ রান করেন তিনি, যার মধ্যে ছিল একটি চার ও একটি বিশাল ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৫০, যা ভারতের সহজ জয় আরও দ্রুত নিশ্চিত করে।

সব মিলিয়ে ১৬ ওভারের মধ্যেই ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। ধরমশালায় এই জয় সিরিজে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়াল। তবে জয়ের আনন্দের মাঝেও অধিনায়ক সূর্যকুমার যাদবের ধারাবাহিক ব্যর্থতা টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় সূর্যের ফর্মে ফেরা ভারতের জন্য অত্যন্ত জরুরি।

Advertisements