অজিদের রানের পাহাড় টপকে ইতিহাস! বিশ্বকাপ ফাইনালে ভারত, প্রতিপক্ষ কে?

india-vs-australia-icc-womens-world-cup-2025-semi-final-india-win-by-5-wickets

সূর্য তখন রোদ ঝলমলে। মাঠে গ্যালারিভরা দর্শক (ICC Womens World Cup 2025)। সবারই চোখ এক দিকে অস্ট্রেলিয়া বনাম ভারত, মহিলাদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। ব্যাট হাতে নামার আগে অজিরা ভেবেছিল, ৩৩৮ রানের পাহাড় গড়ে খেলা প্রায় পকেটেই। কিন্তু ভারতীয় ক্রিকেটের নতুন অধ্যায় লিখে ফেললেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কৌর আর জেমাইমা রদ্রিগেজে। এক অবিশ্বাস্য রানতাড়ায় ইতিহাস গড়ে বিশ্বকাপ ফাইনালে জায়গা করে নিল ভারতীয় দল।

লিচফিল্ড-পেরির জোড়া বিস্ফোরণ

টসে জিতে প্রথমে ব্যাটিং নেওয়া অস্ট্রেলিয়া শুরুতেই হিলিকে হারালেও, এরপর শুরু হল লিচফিল্ড ও এলিসি পেরির তাণ্ডব। লিচফিল্ডের ৯৩ বলে ১১৯ রানের ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছয়। পেরি যোগ করলেন ৭৭ রান। দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়ে একসময় মনে হচ্ছিল ভারত ম্যাচ থেকে কার্যত ছিটকে যাচ্ছে।

   

তবে ভারতীয় বোলাররা শেষ দিকে লড়াইয়ে ফেরে। শ্রী চরণীর ৪৯ রানে ২ উইকেট, রাধা যাদব ও দীপ্তি শর্মার গুরুত্বপূর্ণ আঘাতে অস্ট্রেলিয়া থামে ৩৩৮ রানে। গার্ডনারের ৬৩ রানের ঝড়ও অজিদের স্কোরকে রক্ষা করতে পারেনি ভারতের দৃঢ় মনোবল থেকে।

ভারতের ইনিংস: স্বপ্নের মতো তাড়া

৩৩৯ রানের বিশাল লক্ষ্যে নেমে শুরুতেই ধাক্কা, ১০ রানে ফেরেন শেফালি বর্মা। কিন্তু তারপর থেকেই শুরু ভারতের প্রতিআক্রমণ। স্মৃতি মন্ধানা ও জেমাইমা রদ্রিগেজ ব্যাটে দলকে স্থিতি এনে দেন তাঁরা। মন্ধানা ২৪ রানে ফিরলেও রডরিগেজের সঙ্গে দুর্দান্ত জুটি বাঁধেন অধিনায়ক হরমনপ্রীত কউর।

দু’জনের ব্যাটে যেন ঝড় বয়ে যায়। হরমনপ্রীতের ৮৯ রানের ইনিংস ছিল আত্মবিশ্বাসে ভরপুর , ১০টি চার ও ২টি ছয় তাঁর ব্যাট থেকে। কিন্তু ৯০ ছোঁয়ার আগেই সাদারল্যান্ডের বলে আউট হয়ে যান তিনি।

‘আইস কুইন’ মেজাজে জেমাইমা অপরাজিত ১২৭

অন্য প্রান্তে তখন অপরাজিত জেমাইমা রডরিগেজ। ঠান্ডা মাথায় ম্যাচ গুছিয়ে নিয়ে যাওয়ার অসাধারণ দক্ষতা দেখালেন এই তরুণী। ৮২ রানে জীবন পেলেও সুযোগ কাজে লাগিয়ে ম্যাচটিকে ভারতের নিয়ন্ত্রণে রাখেন তিনি। দীপ্তি শর্মা (২৪) ও রিচা ঘোষ (২৬) ছোট ছোট পার্টনারশিপের পর শেষ পর্যন্ত আমনজ্যোত কৌরকে সঙ্গে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে। জেমাইমা শেষ পর্যন্ত অপরাজিত ১২৭ রানে মাঠ ছাড়েন, তাঁর হাত ধরেই ভারতের ঐতিহাসিক ফাইনাল-প্রবেশের চাবিকাঠি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন