চিন্তা বাড়াচ্ছে টপ অর্ডার! জঘন্য হারে দৌড় থামল ভারতের

india-top-order-collapse-loss-south-africa-t20

চন্ডীগড়: দ্বিতীয় টি ২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লজ্জার হার ভারতের (India vs South Africa India)। প্রথমে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলে ২১৪ রানের বড় লক্ষ্য মাত্রা দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে টপ অর্ডারের জঘন্য ব্যাটিংয়ে কোমর ভেঙে যায় ভারতের। টানা ২০ তা ইনিংস খেললেও ব্যাটে এখনও খরা অধিনায়ক সূর্য কুমার যাদবের।

টার্গেট তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডার এমনভাবে ভেঙে পড়ল, যেন রানটাইম শুরু হওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে গেছে। প্রশ্ন উঠছে টানা ২০টি ইনিংসেও ব্যাটে রান না পাওয়া অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে ঠিক কী ভাবছে টিম ম্যানেজমেন্ট? ইনিংসের শুরুতেই ধাক্কা অভিষেক শর্মা যদিও ৮ বলে ১৭ রান করে ঝড়ো শুরু করার চেষ্টা করেছিলেন, কিন্তু মার্কো ইয়ানসেনের বাউন্সারে তাঁর ইনিংস থেমে যায়। এরপর আসে বড় ধাক্কা শুভমান গিল প্রথম বলেই রিজা হেনড্রিক্সের হাতে ধরা পড়ে ফেরেন। ফল—0(1)।

   

ভারতের চিন্তা বাড়িয়ে চিন-পাকিস্তানকে নিয়ে নয়া জোট ইউনূসের

দলের রানের চাকা তখনো ঘোরেনি, উইকেটের পর উইকেট। অ্যাক্সার প্যাটেল কিছুটা সময় ব্যাট করলেও ২১ বলে ২১—লক্ষ্য তাড়ার জন্য তা কখনই যথেষ্ট ছিল না। চাপ বাড়ছিল, আর এর মধ্যেই ব্যর্থতার ধারায় আরেকটি কিস্তি যোগ করলেন অধিনায়ক সূর্যকুমার। মাত্র ৫ রান করেই ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এই অবস্থায় ভারতের রক্ষাকর্তা হয়ে আবির্ভূত হন তিলক বর্মা। বিস্ফোরক ব্যাটিং ৩৪ বলে ৬২ রান, ৫টি ছক্কা ও ২টি চার! মনে হচ্ছিল তিনি একাই ম্যাচ ফেরাতে পারেন। কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট পড়তে থাকায় তাঁর ইনিংসও যথেষ্ট হয়নি। হার্দিক পান্ডিয়া ২৩ বলে ২০, জিতেশ শর্মা ১৭ বলে ২৭—চেষ্টা করলেও প্রয়োজনীয় গতি ধরে রাখতে পারেননি। বিশেষ করে হার্দিকের স্লো ইনিংস ভারতের তাড়া ধীর করে দেয়।

তারপর একে একে সাজঘরে ফেরেন শিবম দুবে (১), অর্শদীপ (৪), বরুণ চক্রবর্তী (০)—শেষ পর্যন্ত ভারত থেমে যায় এমন এক অবস্থায়, যেখানে লড়াইয়ের চিহ্নও খুঁজে পাওয়া কঠিন। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে অটনিয়েল বার্টম্যান ছিলেন আগুনে দুর্ধর্ষ স্পেল দিয়ে ৪ উইকেট তুলে ভারতকে কার্যত হাঁটুতে বসিয়ে দেন। লুথো সিপামলা ও লুঙ্গি এনগিডিও গুরুত্বপূর্ণ সময়ে বল হাতে ভারতের ওপর ছেদ কাটেন।

সিরিজের এই পর্যায়ে ভারতের ব্যাটিং ভরাডুবি স্পষ্ট করে দিল টপ অর্ডার একটি বড় সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে। শুভমান গিল ধারাবাহিক নন। অভিষেকের আক্রমণী মনোভাব আছে, কিন্তু অভিজ্ঞতার অভাব ধরা পড়ে। সূর্যকুমারের খরা দলে মানসিক চাপ বাড়াচ্ছে। বিশেষ করে অধিনায়ক হিসেবে সূর্যর ব্যাটিং ব্যর্থতা দলের ওপর ছায়া ফেলছে। টানা ২০ ইনিংস ধরে রান খরা টি-২০ ফরম্যাটে এটি ভারতীয় ক্রিকেটে বিরল নজির।

ম্যাচের পর বিশ্লেষকরা বলছেন “এই ব্যাটিং ইউনিটে পরিবর্তন জরুরি।” ভারতীয় বোলাররা যে দিন খারাপ করেছিল তা মানলেও, ব্যাটসম্যানদের এভাবে ভেঙে পড়া ভবিষ্যতের জন্য উদ্বেগজনক। দক্ষিণ আফ্রিকা ম্যাচে দেখিয়ে দিল চাপের মুখে তাদের খেলোয়াড়রা আরও উজ্জ্বল হয়, আর ভারত পিছিয়ে পড়ে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন