ঘোষণা হল টি ২০ বিশ্বকাপের ভারতীয় দল! বাদ পড়লেন ষ্টার ব্যাটার

ঘোষণা হল টি ২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড (India T20 World Cup squad)। স্কোয়াডে বড় বদল এনে চমক দিলেন আগারকার গম্ভীররা। ঘোষণা হয়ে গেল আসন্ন আইসিসি…

india-t20-world-cup-squad-announced-surya-kumar-yadav-captain

ঘোষণা হল টি ২০ বিশ্বকাপের ভারতীয় স্কোয়াড (India T20 World Cup squad)। স্কোয়াডে বড় বদল এনে চমক দিলেন আগারকার গম্ভীররা। ঘোষণা হয়ে গেল আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের স্কোয়াড।

Advertisements

শনিবার বোর্ডের তরফে প্রকাশিত এই দলে একাধিক বড় চমক রেখেছেন নির্বাচক প্রধান অজিত আগারকার ও টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সবচেয়ে বড় খবর, সূর্যকুমার যাদবকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, আর সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। তবে দলে জায়গা পাননি ষ্টার ব্যাটার শুভমান গিল।

   

রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে নতুন যুগের টি-২০ দলের রূপরেখা স্পষ্ট করে দিয়েছে এই স্কোয়াড। বিস্ফোরক ব্যাটিং, তরুণদের উপর ভরসা এবং বৈচিত্র্যময় বোলিং আক্রমণ সব মিলিয়ে আক্রমণাত্মক মনোভাবেই বিশ্বকাপে নামছে ভারত।

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন বাগানের এই প্রাক্তন মিডফিল্ডার

অধিনায়ক সূর্যকুমার যাদব ইতিমধ্যেই টি-২০ ফরম্যাটে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। তাঁর ৩৬০ ডিগ্রি ব্যাটিং ক্ষমতা এবং মাঠে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই আশাবাদী ক্রিকেট মহল। দলে ফিরেছেন হার্দিক পান্ডিয়া, যিনি ব্যাট ও বল দুই বিভাগেই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।

ব্যাটিং বিভাগে তরুণদের উপর জোর দেওয়া হয়েছে। অভিষেক শর্মা, তিলক ভার্মা ও রিঙ্কু সিং এই তিনজনই সাম্প্রতিক আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচে নজর কেড়েছেন। বিশেষ করে রিঙ্কু সিংয়ের ফিনিশিং ক্ষমতা টি-২০ বিশ্বকাপে ভারতের বড় অস্ত্র হতে পারে। মাঝের ওভারগুলোতে আগ্রাসী ব্যাটিংয়ের দায়িত্ব থাকবে শিভাম দুবে ও ঈশান কিশানের উপর।

উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন ও ঈশান কিশান। দীর্ঘদিন ধরেই সঞ্জু তাঁর ধারাবাহিকতার অভাবে সমালোচিত হলেও নির্বাচকেরা এবার তাঁর উপর আস্থা রেখেছেন। বোলিং বিভাগে সবচেয়ে বড় চমক হর্ষিত রানা ও মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তি।

জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিংয়ের অভিজ্ঞ পেস আক্রমণের সঙ্গে এই তরুণদের সংযোজন দলের গভীরতা বাড়িয়েছে। স্পিন বিভাগে কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল থাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে একাধিক বিকল্প হাতে থাকবে ভারতের।

সব মিলিয়ে এই স্কোয়াডে স্পষ্টভাবে ফুটে উঠেছে আগারকার-গম্ভীর যুগের ছাপ। নামের চেয়ে ফর্ম ও ফিটনেসকে গুরুত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে তৈরি এই দল টি-২০ বিশ্বকাপে কতটা সফল হয়, সেটাই এখন দেখার।

Advertisements