আজকের ভারত পাকিস্তান ম্যাচ (India vs Pakistan Update)নিয়ে মানুষের উত্তেজনা ছিল চরমে। দুই দেশের মানুষের মধ্যেই কাজ করছিল চাপা টেনশন। এশিয়া কাপের আজকের ম্যাচ বয়কট করতে সরবও হয়েছিল রাজনৈতিক মহলের একাংশ। রাস্তায় নেমে, পাক খেলোয়াড়দের কুশপুতুল পুড়িয়ে চলেছে প্রতিবাদ। তার মধ্যেই ভারতীয় সময় রাত ৮ টায় শুরু হয়েছিল ভারত-পাক মহারণ।
আশ্চর্যের বিষয় অর্ধেকের বেশি দর্শক আসনও ছিল খালি। টস জিতে সলমন আঘার পাক বাহিনী প্রথমে ব্যাটিং করতে নেমেছিল। হার্দিক পান্ডিয়ার প্রথম ওভারের দ্বিতীয় বলেই পরে প্রথম উইকেট। শূন্য রানে জসপ্রীত বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সাইম আয়ুব। পরের ওভারে বল হাতে এসে বুমরাহ ফেরান মহম্মদ হ্যারিসকে।
একদিকে ভারতের আগুন ঝরানো বোলিং, অন্যদিকে পাকিস্তানের টপ অর্ডারের অসহায় আত্মসমর্পণ। ৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। দ্বিতীয় উইকেট পড়ার পর কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ফখর জামান ও সাহিবজ়াদা ফারহান। পাওয়ার প্লে-তে রান দাঁড়ায় ৪২/২। কিন্তু ভারত স্পিন আক্রমণ আনতেই ছন্দ হারিয়ে ফেলে পাকিস্তান।
এশিয়া কাপে যেন নিজের জায়গা পাকা করতে মরিয়া কুলদীপ। আমিরশাহির বিরুদ্ধে ৪ উইকেট নেওয়ার পর এবার পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছেন ৩ উইকেট। স্লোয়ার, গুগলি, ফ্লাইট সবকিছুই যেন শিখিয়ে দিলেন পাক ব্যাটারদের। কুলদীপের সঙ্গে জুটি বেঁধে অক্ষর প্যাটেলও তুলে নেন মূল্যবান দুটি উইকেট।
১৭ ওভারে পাকিস্তানের রান ছিল মাত্র ৯৫। মনে হচ্ছিল, হয়তো অলআউট হয়ে যাবে ১১০ আগেই। তখনই ব্যাট হাতে এলেন শাহিন শাহ আফ্রিদি। ম্যাচের মেজাজের সঙ্গে একেবারেই অমিল এক ইনিংস খেললেন তিনি।মাত্র ১৬ বলে ৩৩ রান। চারটি ছক্কা। শেষ ওভারে হার্দিক পান্ডিয়াকে টানা দুটি ছক্কা মেরে ভারতের বোলিং লাইনআপকে খানিকটা নড়বড়ে করলেন। এই ইনিংসের জোরেই পাকিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পৌঁছাল ১২৭ রানে।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নিজের ঝোড়ো ছন্দে শুরু করেন অভিষেক শর্মা। কিন্তু ছন্দপতন ঘটে যখন আয়ুবের বলে স্ট্যাম্প আউট হয়ে মাত্র ১০ রানে ফিরে যান শুভমান গিল। কিছুক্ষন পড়ে চিপ শট খেলে বাউন্ডারির ধরে ধরা পড়েন অভিষেক। তার সংগ্রহ ৩১ এবং ঝুলিতে চারটে ৪ এবং দুটি ছক্কা। এবারেও স্পিনের জাদু দেখান আয়ুব।
এর পর ভারতের ব্যাটিং ইউনিট সামলাতে হাল ধরেন অধিনায়ক সূর্য কুমার যাদব এবং বা হাতি অলরাউন্ডার তিলক ভার্মা। দুজনেই সেট হয়ে গিয়েছিলেন ক্রিজে। আবার বল হাতে ফেরত আসেন সেই আয়ুব। সুন্দর একটি ঘূর্ণিতে তুলে নেন তিলকের উইকেট। ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি মেন্ ইন ব্লু বাহিনীকে। মাত্র ১৫.৫ ওভারে ছক্কা মেরে ৭ উইকেটে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন অধিনায়ক সূর্য। তার ব্যাক্তিগত সংগ্রহ ৩৭ বলে ৪৭ রান। আজকের এই ম্যাচ নিয়ে অনেক বিতর্ক তৈরী হয়েছিল। রাজনীতি এবং দেশবাসীর ইমোশন যেন আজ একাকার হয়ে গিয়েছিল।
মেট্রোতে নজিরবিহীন নিরাপত্তা, বাড়তি ৮০০ জওয়ান মোতায়েনের ঘোষণা
বয়কটের ডাক দিলেও কিংবা দর্শক আসন খালি থাকলেও এই জয় অপারেশন সিঁদুরের থেকে কিছু কম নয়। ভারতীয় সেনাবাহিনীর মতই আজ দুবাইয়ে পহেলগাঁওয়ের প্রতিশোধ নিয়ে পাকিস্তানের কফিনে শেষ পেরেক পুঁতে দিল সূর্যের ভারত।