শেষ হল ভারত পাকিস্তানের সুপার ফোরের টানটান ম্যাচ (Asia Cup 2025)। আজ টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদব। ব্যাট করতে নেমে শুরু তা দারুন করে পাকিস্তান। ওপেনার সাহিবজাদা ফারহান ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে ম্যাচের প্রথম ১০ ওভারে আধিপত্য বিস্তার করেন।
এই ডানহাতি ব্যাটসম্যান ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে হতবাক করে দিয়ে পাওয়ারপ্লে-র মধ্যেই ভারতীয় বোলিং ইউনিটকে আক্রমণ করা শুরু করেন। ২৯ বছর বয়সী ফারহান ৪৫ বলে ৫৮ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, যার মধ্যে ছিল পাঁচটি চার এবং তিনটি ছক্কা। তবে অর্ধ শত রান করার পরেই ব্যাটকে বন্দুকের কায়দায় তুলে দর্শকদের দিকে গুলি ছোড়ার ভঙ্গি করেন তিনি। সেখান থেকেই শুরু আজকের বিতর্ক পর্ব।
এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনায় সরব হন ক্রিকেট বিশ্লেষকরা। প্রত্যেকেই বলেন যেখানে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে ভারত পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটেছে সেখানে এই ধরণের বিতর্কিত সেলিব্রেশন কেন করলেন ফারহান। অনেকেই সরাসরি বলেন আমরা পহেলগাঁও এবং অপারেশন সিঁদুরের পর দেখেছি কিভাবে পাকিস্তান জঙ্গিদের মদত দেয়।
তাই এই জায়গায় দাঁড়িয়ে এদের হাতে যে ব্যাটের বদলে মেশিনগান উঠে আসবে তা বলাই বাহুল্য। জবাবে ব্যাট করতে নেমেই দুই ওপেনার অভিষেক শর্মা এবংহ শুভমান গিল শুরু করেন তাদের বিধ্বংসী ব্যাটিং। দুজনে কার্যত পাওয়ার প্লেতে চার আর ছক্কা ছাড়া কথা বলেননি। অনেকেই মন্তব্য করেছেন যে এ যেন পাকিস্তানের স্টেইন গানের বদলে ভারতের S- ৪০০ ডিফেন্স সিস্টেম।
অপারেশন সিঁদুরে যেমন পাকিস্তান থেকে ধেয়ে আসা ড্রোন সম্পূর্ণ রূপে নিষ্ক্রিয় করে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তেমনই প্রথম দশ ওভারে পাকিস্তানের কোমর ভেঙে দেয় এই জুটি। পাঞ্জাবের হয়ে খেলা এই দুই যুব খেলোয়াড় তাদের ব্যাটিং সুনামিতে বুঝিয়ে দেয় নাকের জবার নরুন দিয়েই দিতে হয়। যদিও ২৮ বলে শুভমান ৪৭ রান করে আশরাফের বলে প্যাভিলিয়নে ফেরেন।
অভিষেক শর্মা তারপরেও নিজের মেজাজে ব্যাটিং করতে থাকেন এবং মাত্র ৩৯ বলে ৭৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। পাক স্পিনার আবরার আহমেদের বলে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে। কিন্তু শর্মা-গিল জুটির এই ডিফেন্স সিস্টেম এবারেও যে পাক স্টেইন গানকে চুরমার করে দিয়েছে তা বলাই বাহুল্য।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
