Thursday, November 30, 2023
HomeKolkata CityAbhishek Banerjee: মন্ত্রী গ্রেফতারের পরেই অভিষেককে জেরা করতে ডাকল ইডি

Abhishek Banerjee: মন্ত্রী গ্রেফতারের পরেই অভিষেককে জেরা করতে ডাকল ইডি

পুজোর পর ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের একবার তলব করা হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকালে তাকে হাজিরা দিতে হবে বলে নোটিস দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল ১১ টা নাগাদ হাজিরা দিতে হবে তাকে। কোন মামলায় তাকে আবার তলব করা হল, তা এখনও স্পষ্ট নয়।

   

দলীয় সূত্রে খবর, হাজিরা দেবেন অভিষেক। এর আগে কয়লা কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেককে। তার পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তৃণমূলের দাবি, উদ্দেশ্য প্রণোদিতভাবেই অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে।

কয়লা-দুর্নীতি মামলায় দিল্লিতেও ইডি দফতরে তলব করা হয়েছিল অভিষেককে। হাজিরাও দিয়েছিলেন তিনি। পরে কলকাতায় সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় সংস্থার অফিসে তিনি হাজিরা দেন। হাজিরা দিতে হয়েছিল তার স্ত্রী রুজিরাকেও। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র গ্রেফতার হওয়ার পর ফের সামনে আসে অভিষেকের নাম। তার সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর কর্মী ছিলেন সুজয়কৃষ্ণ। সেই সূত্রে নিয়োগ দুর্নীতি মামলাতেও একাধিকবার তলব করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদকে। নবজোয়ার কর্মসূচি চলাকালীন একবার কেন্দ্রীয় সংস্থার হাজিরা এড়িয়ে যান অভিষেক।

মাস খানেক আগেই তার পুরো পরিবারকে তলব করা হয়েছিল। মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরার কাছেও গিয়েছিল ইডি-র নোটিস। এবার তদন্তকারীরা অভিষেকের জন্য কী প্রশ্ন তৈরি করেছে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Latest News