জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খড়গপুরের গিরি ময়দানে শহীদ স্মরণ সমাবেশে অংশ নিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গতকাল তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেছিলেন আজকের এই জনসভার কথা। শহীদ স্মরণ অনুষ্ঠানে তিনি উদাত্ত কণ্ঠে বক্তৃতা দেন। ভোট-পরবর্তী হিংসার বলি হওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিজেপির এই লড়াই চলবে।
নিজের রাজনৈতিক জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন দলের জন্য পতাকা বেঁধেছি। শুধুমাত্র বিজেপির জন্যই জীবন উৎসর্গ করেছি। যতদিন না নবান্নে বিজেপির কেউ বসবেন ততদিন এই লড়াই থামবার নয়। তবে মানুষের আগ্রহ ছিল দিলীপের জনসভায় কত লোক হয়। মানুষের আগ্রহের অবসান ঘটিয়ে এই পরীক্ষাতেও তিনি একশোতে একশো।
আজ উত্তর কন্যা অভিযানের অনুমতি না পেলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে তার জনসভা করেন। তাতে যে পরিমান জনজোয়ার ছিল তার চেয়ে অনেক বেশি মানুষ দেখা গেল দিলীপের জনসভাতে। এই জনসভার মধ্যে দিয়ে তিনি আবারও প্রমান করলেন দল তাকে একঘরে করলেও বাংলার বিজেপিতে তার শিকড় মজবুত।
বিতর্ক শুরু হয়েছিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন থেকে। সেই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত থেকে তিনি দলের বিরাগভাজন হয়েছিলেন। বিভিন্ন সাক্ষাৎকার বিভিন্ন সময়ে দিলীপ নাম না করে কিছু দলবদলুদের আক্রমণ করে বলেছেন ওরা হয়তো ভাবছেন দিলীপ ঘোষ ওদের চরিত্রের।
তিনি বলেছিলেন আজ যারা তার বিরুদ্ধে কথা বলেছে তারা একসময়ে মমতা বন্দোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে রাজনীতি করেছেন। তিনি আরো বলেছিলেন এরা মনে করেছে দিলীপ ঘোষ তৃণমূলে যাবে। কিন্তু বারে বারে তিনি তাদের কে ভুল প্রমান করে বুঝিয়ে দিয়েছেন দিলীপ আছেন দিলীপের জায়গাতেই।
আজ রাজ্য জুড়ে ছিল তিনটি জনসভা। স্বভাবতই জানাজারের ভিত্তিতে বিচার করলে তৃণমূল এগিয়ে থাকবে। কিন্তু খড়্গপুরে দিলীপ যে জনসভা করেছেন তাতে এক রকম তিনি শুভেন্দু অধিকারীকে কিস্তিমাত করে দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন এই রাজ্যে বিজেপিতে তার মত বর্ষীয়ান এবং আদি নেতৃত্বের প্রয়োজন।
আমেরিকার এই জেট আজ পর্যন্ত কখনও শত্রুর কবলে পড়েনি!
বিজেপির অন্দরে আদি নব্য দ্বন্দ্ব ছিল আছে এবং থাকবে। বিজেপিতে যেমন আছেন দিলীপের মত নেতারা তেমন ই আরেকদিকে আছেন শুভেন্দুর মত অন্য দল থেকে আসা নব্যরা। দীর্ঘ কয়েক মাসের জল্পনা কল্পনার পর দিলীপের আজকের এই জনসভা এবং তাতে এই জন জোয়ার প্রমান করে দেয় দিলীপের কোনো পদের প্রয়োজন হয়না। তিনি যেখানেই যাবেন সেখানেই একজন বিশিষ্ট রাজনীতিবিদের সম্মান পাবেন।