Md Shami:বিশ্বকাপ ফাইনালের আগেই মহম্মদ শামির জীবনে ফের দুশ্চিন্তা

দুশ্চিন্তা ভরা জীবন। তবে সেসব দূরে রেখে মাঠে বারবার জ্বলছেন শামি। কিন্তু উদ্বেগ পিছু ছাড়ছে না। ফাইনাল ম্যাচের অল্প আগেই শামির মা অসুস্থ হলেন। ছেলের…

Mohammed Shami's Magnificent Seven: Bengal's Shahensha Shines in World Cup Semi-Final

দুশ্চিন্তা ভরা জীবন। তবে সেসব দূরে রেখে মাঠে বারবার জ্বলছেন শামি। কিন্তু উদ্বেগ পিছু ছাড়ছে না। ফাইনাল ম্যাচের অল্প আগেই শামির মা অসুস্থ হলেন। ছেলের খেলা দেখতে মা এসেছেন আহমেদাবাদ। মাঠে থাকার কথা তাঁর। তবে অসুস্থ হয়ে গেলেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো।

ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে একটি দুঃসংবাদ এসেছে। টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার মহম্মদ শামির মা আঞ্জুম আরার স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাকে উত্তরপ্রদেশের আমরোহা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে সে বিষয়ে এখনই কোনো তথ্য জানা যায়নি। শামির মেয়ে আপাতত মায়ের কাছেই রয়েছেন।

   

Mohammed Shami's Mother's

তার স্বাস্থ্যের অবনতি হওয়ার আগে, সকালে শামির মা তার ছেলে এবং টিম ইন্ডিয়ার জয়ের জন্য প্রার্থনা করেছিলেন। শামির মা আঞ্জুম আরা জানান, আজ সকালেই শামির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি সবার খোঁজখবর নিয়েছেন।

মহম্মদ শামির মা, যিনি আমরোহার আলিনগরের সহসপুর গ্রামে থাকেন, সংবাদমাধ্যমের সাথে একটি বিশেষ কথোপকথনে বলেছিলেন যে আমাদের পূর্ণ আশা রয়েছে যে ভারত এই বিশ্বকাপ জিতবে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্বকাপ ফাইনাল খেলা হচ্ছে। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি টিম ইন্ডিয়া। ভারত এখন পর্যন্ত ১০ টি ম্যাচ খেলে সবকটিতেই জিতেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের নায়ক ছিলেন মহম্মদ শামি। এই ম্যাচে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়েন তিনি।