BREAKING: বর্ধমান স্টেশনে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে আহত ১২

বর্ধমান: বর্ধমান স্টেশনে (Burdwan Station) চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট (Stampede) হয়ে ইতিমধ্যেই আহত প্রায় ১২ জন। রেল আধিকারিক সূত্রে খবর, আহত মহিলা এবং পুরুষদের মধ্যে ৭…

বর্ধমান: বর্ধমান স্টেশনে (Burdwan Station) চরম বিশৃঙ্খলা। পদপিষ্ট (Stampede) হয়ে ইতিমধ্যেই আহত প্রায় ১২ জন। রেল আধিকারিক সূত্রে খবর, আহত মহিলা এবং পুরুষদের মধ্যে ৭ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার সন্ধ্যা ৭.২০ মিনিট নাগাদ একই সঙ্গে বর্ধমান স্টেশনের ৪,৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকে। যাত্রীদের মধ্যে ট্রেন ধরার হুড়োহুড়ি পড়ে যায়।

Advertisements

ট্রেন ধরার তাড়াহুড়োয়, যাত্রীরা ৪ এবং ৬ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী ফুটওভারব্রিজের সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করেন। সরু সিঁড়িতে অত্যধিক মানুষের চাপ বেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন ধরার তাড়া এবং ভিড় ঠেলে বেরতে গিয়ে প্রায় ১০ থেকে ১২ জন পদপিষ্ট হন।

Advertisements

গুরুতর আহত অবস্থায় ৭ জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College Hospital) নিয়ে যাওয়া হয়। এই গোলমালের সময় বেশ কয়েকজন যাত্রী পড়ে যান এবং ভিড়ের মধ্য দিয়ে যাওয়ার চেষ্টা করার সময় অন্যরা তাদের পদদলিত করে। ঘটনার পর স্টেশন জুড়ে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়। খবর পাওয়া মাত্রই রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে।

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এবং ভিড় ব্যবস্থাপনায় ত্রুটি সনাক্ত করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। আহতদের হাসপাতালে দেখতে যান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। পদপিষ্টের ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন বিধায়ক।

অন্যদিকে, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, “ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে ৪ নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে নামতে গিয়ে এক মহিলা পড়ে যান। তার জেরেই ওভারব্রিজে থাকা বাকিরাও হুমড়ি খেয়ে পড়েন এবং অনেকেই পদললিত হন”।

আপাতত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার জানিয়েছেন। তবে বর্ধমানের মত রাজ্যের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ স্টেশনে এই ঘটনার প্রশ্ন উঠছে যাত্রী সুরক্ষা নিয়ে। ভবিষ্যতে এই ধরণের ঘটনা যেন না ঘটে তার আশ্বাস দিয়েছে রেল প্রশাসন।