ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সূত্র মারফত জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। মাথা ঘোরা, দুর্বলতা ও কথা বলতে অসুবিধার মতো উপসর্গ দেখা দেওয়ার পরপরই পরিবারের সদস্যরা তাঁকে দক্ষিণ কলকাতার ফর্টিস হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে খবর, জরুরি ভিত্তিতে তাঁর সিটি স্ক্যান করা হয়। তাতেই ধরা পড়ে, তিনি (Agnimitra Paul) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকেরা জানান, এটি মৃদু স্ট্রোক (মাইনর স্ট্রোক) হলেও অবহেলা করার সুযোগ নেই। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বিপদমুক্ত। তাঁকে আইসিইউ-তে না রেখে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ডা. অভিজিৎ সেন জানান, “অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) ক্ষেত্রে তেমন বড় কোনও জটিলতা আপাতত দেখা যায়নি। স্ট্রোকের মাত্রা মাঝারি হলেও তা সময়মতো ধরা পড়ায় এবং দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তিন দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
বিজেপির রাজ্য নেতৃত্বও অগ্নিমিত্রা পলের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। দলের সহকর্মী ও রাজ্যের একাধিক বিধায়ক তাঁর দ্রুত আরোগ্য কামনায় সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “অগ্নিমিত্রাদির (Agnimitra Paul) অসুস্থতার খবর শুনে আমরা খুব চিন্তিত। উনি একজন সাহসী, লড়াকু নেত্রী। দ্রুত সুস্থ হয়ে ফিরবেন—এই কামনা করি।”
দলীয় কর্মীরাও তাঁর শারীরিক পরিস্থিতি জানার জন্য হাসপাতালে ভিড় করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অনুরোধ করেছে, কেউ যেন অকারণে ভিড় না করেন এবং রোগীর বিশ্রামের বিষয়টি যেন গুরুত্ব সহকারে দেখা হয়