Sheikh Hasina: ‘গণহত্যা’য় অভিযুক্ত হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু

নিজের শাসনে তৈরি করা ট্রাইব্যুনালে এবার নিজেই ‘গণহত্যা’ মামলায় বিচারের মুখে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক…

Bangladesh PM Sheikh Hasina

নিজের শাসনে তৈরি করা ট্রাইব্যুনালে এবার নিজেই ‘গণহত্যা’ মামলায় বিচারের মুখে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত (Sheikh Hasina) শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ। শেখ হাসিনা ভারতে আশ্রিত। তাকে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড দিতে হবে এমন জোরালো দাবি উঠেছে বাংলাদেশে।

হাসিনা সরকারের ১৫ বছরের শাসনের অবসানের পর শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেন। এই সরকার সিদ্ধান্ত নেয় গণহত্যা অ়ভিযোগের বিচার করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়েছে  ট্রাইব্যুনালে বিচারকাজ শুরু হলে শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে।

   

গত জুলাই আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা নিয়ম সংস্কার করার দাবিতে বাংলাদেশে হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলন ক্রমে সরকার বিরোধী গণবিক্ষোভে পরিণত হয়েছিল। অভিযোগ, বিক্ষোভ দমনে গণহত্যা চালিয়েছিলেন শেখ হাসিনা। কমপক্ষে দেড় হাজার নিহত বলে তথ্য মিলেছে। তেমনই  কয়েকশো মৃত্যুর ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বিবেচনা করে শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের কয়েক ডজন নেতা ও প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে  আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ বিচার:

বাংলাদেশে টানা তিন দফায় ভোটে জিতে সরকার গড়েছিলেন শেখ হাসিনা। তার নেতৃত্বে আওয়ামী লীগ জোট সরকারের আমলে ২০১০ সালে গঠিত হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিগত সরকার জানিয়েছিল, এই ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম  বিরোধীদের বিচার করা হবে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ’ করার পর পাকিস্তান কেটে বাংলাদেশ গঠিত হয়। সেই সংঘর্ষে পাকিস্তানপন্থী একাধিক গণহত্যাকারীদের পরে চিহ্নিত করে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেখ হাসিনার শাসনে ‘মানবতাবিরোধী অপরাধে’ ফাঁসির সাজা হয় জামাত ইসলামি ও বিএনপি দলের  বেশ কয়েকজন নেতার।