Amit Shah: শাহর সভার আগে কলকাতা জুড়ে পোস্টার ‘মোটাভাই ভোট নাই’

গুজরাটি ভাষায় ‘মোটাভাই’ শব্দটির মানে বড়দাদা বা বড়ভাই। তবে সেই শব্দটি বঙ্গ বিজেপির বড়ই চিন্তার কারণ। বাংলা ভাষায় ‘মোটাভাই’ শব্দটি নিয়ে চরম কটাক্ষ করা পোস্টার…

Amit shah in kolkata for BJP rally

গুজরাটি ভাষায় ‘মোটাভাই’ শব্দটির মানে বড়দাদা বা বড়ভাই। তবে সেই শব্দটি বঙ্গ বিজেপির বড়ই চিন্তার কারণ। বাংলা ভাষায় ‘মোটাভাই’ শব্দটি নিয়ে চরম কটাক্ষ করা পোস্টার মহানগরীতে। ধর্মতলায় বিজেপির জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)আসবেন। সেই সভার আগেই ‘মোটাভাই ভোট নাই’ পোস্টার ঘিরে শুরু হলো রাজনৈতিক কটাক্ষ। অভিযোগ অমিত শাহকে কটাক্ষ করে তার স্থুল চেহারা নিয়ে গুজরাটি শব্দের বঙ্গীয় মস্করা চলেছে। বাংলা ভাষার ‘মোটা’ শব্দটি স্থুলকায় বলতে বোঝায়। বিধানসভার বিরোধী দল বিজেপির অভিযোগ, এই ধরণের পোস্টার দিয়েছে শাসক দল তৃ়ণমূল। তবে পোস্টার ঘিরে বাম ও কংগ্রেসের রাজনৈতিক মহলেও চলছে তীব্র হাসাহাসি।

কলকাতার বুকে অমিত শাহর সভা। কলকাতা জুড়ে ব্যানার কটাক্ষ অমিত শাহকে। শিয়ালদহ-হাওড়া সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যানার দিয়ে অমিত শাহকে নিশানা তৃণমূলের।

   

রেলপথের লাইফলাইনে শিয়ালদহ স্টেশনে বিজেপিকে কটাক্ষ করে তৃণমূলের ব্যানার। তৃণমূলের আইটি সেলের পক্ষ থেকে ব্যানার পড়েছে শিয়ালদহ স্টেশনে। শহরের বিভিন্ন জায়গায় ব্যানার বার্তা কটাক্ষ অমিত শাহকে‌।

আজ ধর্মতলায় বিজেপির প্রতিবাদ সভা। উপস্থিত থাকছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভার জন্য বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে জমায়েত করতে শুরু করেছে। শিয়ালদহ থেকে স্পেশাল ট্রেন ইতিমধ্যেই একটা ট্রেন এসে পৌঁছেছে। তার আগে শিয়ালদহতে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের তরফ থেকে ব্যানার চোখে পড়ছে “MotaBhaiVoteNai”।

কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের (Amit Shah) মেগা প্রতিবাদ সভা। হাইভোল্টেজ বুধবার। আজ রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে ধর্মতলায় অমিত শাহের মেগা প্রতিবাদ সভা। বুধবার বিজেপির মেগা ইভেন্ট ধর্মতলায়। কলকাতাজুড়ে যানজটের আশঙ্কা।