ব্রাউজিংয়ের হিস্ট্রি গোপন রাখতে চান? এক অপশনেই নয়া উপায়

বর্তমানে কোনো কিছু সার্চ  (browsing) করতে হলে সর্বপ্রথম Google Chrome (গুগল ক্রোম) ব্রাউজার ব্যবহার করার কথাই আমাদের সকলের মাথায় আসে। এদিকে যখন আপনি মোবাইল বা…

How to keep browsing history secret

বর্তমানে কোনো কিছু সার্চ  (browsing) করতে হলে সর্বপ্রথম Google Chrome (গুগল ক্রোম) ব্রাউজার ব্যবহার করার কথাই আমাদের সকলের মাথায় আসে। এদিকে যখন আপনি মোবাইল বা কম্পিউটার থেকে Google-এ কোনো কিছু সার্চ করেন, তখন আপনার ডিভাইসের ব্রাউজার সেগুলি রেকর্ড করে এবং পরবর্তীকালে Google-এ গেলে আপনার অনুসন্ধান করা জিনিসগুলিকে সার্চ হিস্ট্রিতে দেখায়। এমনিতে এই ফিচার বেশ সুবিধাজনক এবং এতে কোনো অস্বস্তির বিষয় নেই। কিন্তু মুশকিলটা তখনই হয় যখন আপনার ডিভাইসটি অন্য কেউ ব্যবহার করে।

কিন্তু জানেন কি যদি আপনি ক্রোমে ইনকগনিটো মোড (Incognito Mode) ব্যবহার করেন, তাহলে আপনার হিস্ট্রি ডিলিট করার কোনো দরকার নেই।

Incognito Mode কী?
অনেকেই এবার হয়তো ভাবছেন যে ইনকগনিটো মোড আসলে ঠিক কী? সেক্ষেত্রে যারা জানেন না তাদের বলে রাখি, ইনকগনিটো মোড বা প্রাইভেট ব্রাউজিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যা এনাবেল করে আপনি যদি ওয়েব ব্রাউজারের মাধ্যমে কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন, তাহলে আপনার ব্রাউজিং হিস্ট্রি, সেশন, কুকিজ, ইত্যাদি ব্রাউজার সেভ করে রাখবে না। আপনি যখনই ব্রাউজিং শেষ করে ব্রাউজার থেকে বের হয়ে যাবেন, তখন তা অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ফলে কোনো নির্দিষ্ট ডিভাইসের দ্বিতীয় ইউজার, প্রথম ইউজারের সার্চিং ডেটাগুলি দেখার সুযোগ পায় না।

Chrome-এ Incognito Mode কীভাবে চালু করবেন?
এখন প্রশ্ন হল, ক্রোমে ইনকগনিটো মোড কীভাবে চালু করবেন? বলে রাখি, এই মোডটিকে এনাবেল করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। এর জন্য আপনাকে যা করতে হবে তা হল,

১. আপনার স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসে ক্রোম ওপেন করুন।
২. তারপরে আপনাকে ওপরের অ্যাড্রেস বারের ডান দিকের কোণে অবস্থিত তিনটি-ডট বাটনটিতে ট্যাপ করতে হবে। এতে একটি ড্রপ-ডাউন মেনু স্ক্রিনে উপস্থিত হবে।
৩. এখান থেকে আপনাকে “নিউ ইনকগনিটো ট্যাব” (New incognito tab) অপশনটি চুজ করতে হবে, যার পরে আপনাকে সার্চ বক্সসহ একটি নতুন প্রাইভেট ট্যাবে পুনঃনির্দেশিত করা হবে।