Tag Archives: Doodle

২৭-এ পা Google-এর: প্রথম লোগো ডুডলে নেটপাড়ায় নস্টালজিয়া

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল উদযাপন করছে তার ২৭তম জন্মদিন। এই উপলক্ষে গুগলের হোমপেজ সেজে উঠেছে বিশেষ একটি ডুডলে, যা ইউজারদের নস্টালজিক করে তুলেছে৷ ডুডলটিতে প্রদর্শিত হয়েছে গুগলের সর্বপ্রথম লোগো (১৯৯৮), যা ব্যবহারকারীদের মনে করিয়ে দিচ্ছে প্রযুক্তি জায়ান্টটির শুরুর দিনগুলোর কথা।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা আমাদের ২৭তম জন্মদিন উদযাপন করছি। এই বিশেষ মুহূর্তে আমরা আমাদের প্রথম লোগোকে স্মরণ করছি। সার্চ চালিয়ে যান।”

গুগলের শুরুর দিন

১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয় গুগল। তবে পরবর্তী সময়ে ২৭ সেপ্টেম্বরকে আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে নির্ধারণ করা হয়। গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, সেই সময় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন৷ একটি গ্যারেজ থেকে গুগলের প্রথম সার্চ ইঞ্জিন চালু করেছিলেন। তাদের লক্ষ্য ছিল, “বিশ্বের তথ্যকে সংগঠিত করা এবং তা সর্বজনীনভাবে সহজলভ্য করা।” প্রথম ডুডলও ছিল একটি “আউট অফ অফিস” বার্তা, যখন প্রতিষ্ঠাতারা সফরে ছিলেন।

২৭ বছরে প্রযুক্তি জায়ান্টের রূপান্তর Google 27th Birthday

আজ গুগল শুধুমাত্র একটি সার্চ ইঞ্জিন নয়। এটি ক্লাউড সার্ভিস, বিজ্ঞাপন, অ্যান্ড্রয়েড, ইউটিউব, স্মার্ট ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-এর মতো ক্ষেত্রেও বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। CEO সুন্দর পিচাই-এর নেতৃত্বে গুগল মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং এবং ই-কমার্সের নতুন দিগন্ত উন্মোচন করছে।

ডুডলের বিবর্তন

প্রথম “আউট অফ অফিস” বার্তা থেকে ডুডল পরিণত হয়েছে অ্যানিমেশন, ইন্টারেক্টিভ গেম এবং বৈশ্বিক বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক উদযাপনের প্রধান মাধ্যম হিসেবে। তবে এবার জন্মদিনের ডুডল অতীতকে স্মরণ করছে। ১৯৯৮ সালের লোগো প্রদর্শনের মাধ্যমে গুগল তার ব্যবহারকারীদেরকে ধন্যবাদ জানাচ্ছে দীর্ঘ ২৭ বছরের যাত্রার জন্য।

গুগলের এই বিশেষ ডুডল আমাদের মনে করিয়ে দেয়, কিভাবে দুই যুবকের স্বপ্নের ছোট্ট উদ্যোগ আজ বিশ্বের ডিজিটাল জীবনের কেন্দ্রে পরিণত হয়েছে। এটি শুধু প্রযুক্তির গল্প নয়; এটি মানুষের কল্পনা, অধ্যবসায় এবং বিশ্বের তথ্যকে এক জায়গায় আনতে যে অদম্য আকাঙ্ক্ষা তার এক উদ্দীপক প্রতীক।

Happy New Year: বর্ষবরণের আগেই নয়া রূপে গুগল ডুডল

News Desk: ২০২২ সাল আসার ঠিক আগে, নববর্ষকে (New Year) স্বাগত জানাতে প্রস্তুত Google তার নতুন ডুডলের মধ্যে দিয়ে । ২০২১ সালের সঙ্গে একটি বিশাল ক্যান্ডি দেখা যাচ্ছে যা ফাটার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে।

এই ক্যান্ডিতে কোনও ব্যবহারকারী ক্লিক করলে খুলবে একটি নতুন পৃষ্ঠা । নববর্ষ উদযাপনের বিভিন্ন জিনিস এই নতুন পৃষ্ঠা জুড়ে দেখা যাবে। আরেকটি সারপ্রাইজ Google তার ব্যবহারকারীদের জন্য রেখেছে।

ব্যবহারকারীরা Google-এ ‘নিউ ইয়ারস ইভ’ লিখে সার্চ করলে একটি পার্টি হর্ন দেখায়। এখানে ক্লিক করলে একটি শব্দ হয় এবং বিভিন্নভাবে উদযাপন দেখা যায়।নববর্ষের উৎসবের ভাবনার সাথে সঙ্গতি রেখে ডুডলটিতে ব্যবহার করা হয়েছে আলো এবং পার্টি টুপি

গুগল গত বছর বেশ কিছু অনুষ্ঠানকে, মজাদার এবং বিস্তৃত ডুডল ব্যবহার করে উদযাপন করেছে। আগামী বছরেও নেটপাড়ার বাসিন্দাদের গুগল ডুডলের মাধ্যমে চমৎকার তথ্য তুলে ধরবে বলেই মনে করা হচ্ছে।

ভারতের প্রথম মহিলা পাইলটের জন্মদিনে ‘ডুডলে’ শ্রদ্ধার্ঘ্য গুগলের

নিউজ ডেস্ক: সদ্য টোকিও অলিম্পিকে ভারতের হয়ে পদক পেয়েছেন তিন মহিলা। মীরাবাঈ চানু, লাভলিনা, সিন্ধুদের কৃতিত্বে মেতে উঠেছে গোটা দেশ। এর মধ্যে ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু আবার পরপর দুটি অলিম্পিকে মেডেল পেয়েছেন। এর আগে ভারতের হয়ে যেই নজির ছিল একমাত্র কুস্তিগির সুশীল কুমারের। ফলে আনন্দে মাতোয়ারা গোটা দেশ। অন্যদিকে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই করেছে ভারতের মহিলা হকি টিম, গলফার অদিতি অশোকরাও। ফলে সেই কথাটি দাবানলের মতো উঠে আসছে, বিশেষত সোশ্যাল মিডিয়ায়, তার নাম ‘উম্যান এমপাওয়ারমেন্ট’।

আরও পড়ুন কালের গর্ভে তলিয়ে যাচ্ছে ইতিহাস

আজ সেরকমই এক মহিলার জন্মদিন। অবশ্য তার সময় এই শব্দবন্ধের ব্যবহারই শুরু হয়নি, গোটা সমাজই ছিল ভীষণভাবে পিতৃতান্ত্রিক। তিনি ভারতবর্ষের প্রথম মহিলা পাইলট, সরলা ঠকরাল। ১৯৩৬ সালে প্রথম ভারতীয় নারী হিসেবে পাইলটের ‘এ’ লাইসেন্স পান তিনি। তখন বয়স ছিল মাত্র ২১ বছর। লাহোর ফ্লাইং ক্লাব থেকে পাইলট হওয়ার প্রশিক্ষণ পান তিনি। প্রাথমিক লাইসেন্স পাওয়ার পর, তিনি লাহোর ফ্লাইং ক্লাবের বিমানে হাজার ঘণ্টা আকাশে উড়েছিলেন তিনি।

তার পাইলট হওয়ার যাত্রা শুরু তারও বছর পাঁচেক আগে। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়েছিল তাঁর। স্বামী পিডি শর্মা প্রথম ভারতীয় হিসেবে এয়ারমেইল পাইলট লাইসেন্স পেয়েছিলেন। তাঁর পরিবারে মোট ৯জন পাইলট ছিলেন। ১৯৩৯ সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর পরে লাহোর ফিরে এসে মেয়ো স্কুল অব আর্টে ভর্তি হন সরলা ঠকরাল। ফাইন আর্টসের উপর ডিপ্লোমা অর্জন করেন সেখানে। এর পরে পোশাক এবং অলংকারের নকশার কাজ শুরু করে হয়ে ওঠেন সফল ডিজাইনার।

আরও পড়ুন বাংলার প্রথম অভিধান লিখতে সময় লেগেছিল ৪০ বছর

পরে অবশ্য কমার্শিয়াল পাইলটের লাইসেন্সের জন্যে আবেদন জানিয়েছিলেন তিনি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধর জন্য সিভিল পাইলট প্রশিক্ষণ স্থগিত করা হয়েছিল। আজ তাঁর ১০৭তম জন্মদিন উপলক্ষে সরলাকে সম্মান জানিয়ে আজ বিশেষ ডুডল প্রকাশ করল গুগল।