IPL: উডের পরিবর্তে আইপিএলে আসছে জিম্বাবোয়ের তারকা বোলার 

আইপিএলের (IPL) আগের মুহূর্তেই চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের পেস বোলার মার্ক উড। লখনউ সুপার জায়েন্টস তাঁর বদলি হিসাবে এখনও কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি। তবে শোনা যাচ্ছে জিম্বাবোয়ের তারকা বোলার ব্লেসিং মুজারাবানিকে নিতে চলেছে লখনউ।

২০১৪ সালে শেষ জিম্বাবোয়ে তারকা হিসাবে সানরাইজার্স হায়দরাবাদ দলে ছিলেন ব্রেন্ডন টেলর। তারপর থেকে আইপিএলে আর কোনও জিম্বাবোয়েন তারকাকে দেখা যায়নি। 

   

যদিও ফ্রাঞ্চাইজির তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো হয়নি। তাই নেট বোলার হিসাবে না উডের বদলি হিসাবে তিনি আসছেন, সেই নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে তিনি এবারে আইপিএলের অংশ হতে চলেছেন এটুকু নিশ্চিত। সোমবার রাতেই জিম্বাবোয়ের ভারতীয় দূতের সোশ্যাল মিডিয়ায় আইপিএলের জন্য ব্লেসিংয়ের ভারতে আসার কথা জানানো হয়। তারপর থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন