দীর্ঘদিন টিম ইন্ডিয়ার হয়ে কোনও ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পাননি যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। তবে এবার ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে বড় ভূমিকা রেখেছেন তিনি। ইংল্যান্ডে নর্দাম্পটনশায়ারের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন। ডার্বিশায়ারের বিপক্ষে ৯ উইকেট নিয়ে দলকে ১৩৩ রানের জয় এনে দিয়েছেন যুজবেন্দ্র চাহাল।
হকিতে ফের দাদাগিরি ! ‘হাইভোল্টেজ’ ম্যাচের আগে মালয়েশিয়াকে ৮ গোল ভারতের
পুরো ম্যাচে ৯৯ রানে নিয়েছেন ৯ উইকেট। এখনও পর্যন্ত এটাই তাঁর কেরিয়ারের সেরা বোলিং পারফরম্যান্স। এই ম্যাচে নিজের প্রথম শ্রেণির কেরিয়ারে ১০০ উইকেট নেওয়ার কীর্তিও গড়েন চাহাল। চলতি মরশুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পেয়েছে নর্দাম্পটনশায়ার। এতে যুজবেন্দ্র চাহালের অবদান উল্লেখযোগ্য। প্রথম ইনিংসে ৪৫ রানে ৫ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে নেন ৪ উইকেট।
তাঁর বোলিংয়ের মাধ্যমে মাত্র ৩ দিনে ১৩৩ রানের বড় জয় পায় নর্দাম্পটনশায়ার ক্রিকেট টিম। চাহালের দুরন্ত বোলিংয়ের সুবাদে ৫৪ রানের লিড পায় নর্দাম্পটনশায়ার। নর্দাম্পটনশায়ারের ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে কাজের কাজ করতে পারেননি। ২১১ রানে অলআউট হয়ে যায় পুরো দল। এবার চাহালের দলের মোট লিড ছিল ২৬৫ রানের।
এরপর দ্বিতীয় ইনিংসে রবার্ট কিওগের সঙ্গে বল হাতে প্রতিপক্ষকে কোণঠাসা করেন চাহাল। দু’জনে ৯৮ রানে ৯ উইকেট নিয়ে নর্দাম্পটনশায়ারকে ১৩৩ রানের জয় এনে দেন। যুজবেন্দ্র চাহাল ভারতে যা করতে পারেননি, ইংল্যান্ডে তা করে দেখিয়েছেন। পুরো ম্যাচে ৯৯ রান দিয়ে নিয়েছেন ৯ উইকেট।
সব থেকেও ‘শূন্য’ কেকেআর! আশঙ্কা বাড়ছে দলের এই তারকাকে নিয়ে
32.1 | Yuzi again! 🌀
Andersson attempts a big sweep and is bowled for 1.
Derbyshire 93/6.
Watch live 👉 https://t.co/CU8uwteMyd pic.twitter.com/Y5faHrJNtv
— Northamptonshire CCC (@NorthantsCCC) September 11, 2024
টিম ইন্ডিয়া বা ভারতের ঘরোয়া ক্রিকেটে তিনি কখনও এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। ৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে মোট ১০৬ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার টেস্ট দলের দরজায় কড়া নাড়ছেন চাহাল। তবে এখনও টিম ইন্ডিয়ার হয়ে টেস্ট অভিষেক হয়নি তাঁর।