IPL-এ ফিরতে চলেছেন যুবরাজ সিং! পেতে পারেন গুরু দায়িত্ব

প্রাক্তন চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujarat Titans) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ শুরুর আগে ধাক্কা খেতে চলেছে। কারণ দলের প্রধান কোচ আশিস নেহরা পরের মরসুমের আগে…

IPL-এ ফিরতে চলেছেন যুবরাজ সিং! পেতে পারেন গুরু দায়িত্ব

প্রাক্তন চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স (Gujarat Titans) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ শুরুর আগে ধাক্কা খেতে চলেছে। কারণ দলের প্রধান কোচ আশিস নেহরা পরের মরসুমের আগে চ্যাম্পিয়ন দল ছেড়ে চলে যেতে পারেন। আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে কোচিং স্টাফে বড়সড় রদবদল করতে চলেছে গুজরাট দল। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স ২০২২ সালে আইপিএলের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করার সময় নেহরা প্রথম ভারতীয় প্রধান কোচ যিনি আইপিএল শিরোপা জিতেছিলেন। 

Ind vs Sl: ভারতের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার আগে অধিনায়ক বদল করল শ্রীলঙ্কা

আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফেও বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি, দিল্লি ক্যাপিটালস (ডিসি) তার প্রধান কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। গৌতম গম্ভীরও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ছেড়ে টিম ইন্ডিয়ার প্রধান কোচ হয়েছেন। এমন পরিস্থিতিতে গুজরাট টাইটান্সের কোচিং স্টাফেও পরিবর্তন আসতে চলেছে। নেহরা ছাড়াও গুজরাট ফ্র্যাঞ্চাইজি ছাড়তে চলেছেন বিক্রম সোলাঙ্কি। গুজরাট টাইটান্সের বর্তমান কোচিং স্টাফে রয়েছেন আশিস নেহেরা, নাঈম আমিন, নরেন্দ্র নেগি ও মিঠুন মানহাস।

প্রতিবেদনে বলা হয়েছে, গুজরাট দল নেহরার পরিবর্তে যুবরাজ সিংকে (Yuvraj Singh) তাদের নতুন প্রধান কোচ হিসাবে নিয়োগ করতে পারে। যদিও এখনও এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি, তবে যুবরাজ সিংয়ের দিকে নজর রাখছে গুজরাট টাইটান্স। যুবরাজ গুজরাট দলে যোগ দিলে ছয় বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফিরবেন তিনি। গুজরাট টাইটান্সের মেন্টর গ্যারি কার্স্টেন ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি ছেড়েছেন।

Advertisements

ভারতের মাটিতে হোম ম্যাচ আফগানিস্তানের, BCCI-এর সবুজ সংকেত

আইপিএল থেকে অবসর নেওয়ার পর যুবরাজ এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গে যুক্ত হননি। তবে তিনি যদি হেড কোচ হন, তাহলে তাঁর অধিনায়ক শুভমান গিলের জুটি দেখার মতো হবে। গিল ও যুবরাজ দু’জনেই পঞ্জাবের বাসিন্দা।