কলকাতা নাইট রাইডার্সের (KKR) উইকেটকিপার শেলডন জ্যাকসনকে (Sheldon Jackson) পরামর্শ দিলেন যুবরাজ সিং (Yuvraj Singh)। শেলডনের কিপিং ক্রিকেট মহলে এখন চর্চার বিষয়। শচিন তেন্ডুলকার (Sachin Tendulkar) থেকে যুবরাজ সিং, একাধিক তারকা মজেছেন নাইট কিপারের খেলায়।
সোশ্যাল মিডিয়ায় যুবরাজ সিং লিখেছেন, ‘ভাই শেলডন জ্যাকসন, স্পিনারদের বিরুদ্ধে যখন কিপিং করবে তখন অবশ্যই হেলমেট ব্যবহার করবে। তুমি অত্যন্ত প্রতিভাবান একজন খেলোয়াড়। অনেক দিন পর সুযোগ পেয়েছো, সেটাকে কাজে লাগাও।’
যুবরাজের টুইটের উত্তরে শেলডন বলেছেন, ‘অসংখ্য ধন্যবাদ দাদা।’
Thank you so so much bhaiya🙏❤️❤️ https://t.co/aqbyzsUIpQ
— Sheldon Jackson (@ShelJackson27) March 26, 2022
শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ব্যাটে বলে যেমন কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন নাইটরা, তেমনই উইকেটরক্ষক নিয়ে আপাতত চিন্তা কমেছে। মরশুমের শুরুতে এই একটি বিষয়ে ভাবনা ছিল নাইট ভকদের একাংশের। প্রথম ম্যাচের পর আপাতত নিশ্চিন্ত।
<
p style=”text-align: justify;”>শচিন বলেছেন, ‘ অসাধারণ স্ট্যাম্পিং। মহেন্দ্র সিং ধোনির কথা মনে পড়ে গেল। বিদ্যুত গতিতে।’