দীর্ঘ আড়াই বছর পর মহানগরী’তে ফিরেছে কলকাতা ডার্বি (Kolkata Derby)। তাই স্বাভাবিক ভাবেই গোটা বাংলা আজ ভারত পাকিস্তানের ম্যাচের পাশাপাশি ডার্বি নিয়েও সমান উৎসাহী হয়ে ছিলো।
আর এই ঐতিহ্যবাহী ম্যাচ’কে কেন্দ্র করে ফের যুবভারতীকে পাওয়া গেলো তার চেনা মেজাজে।ট্রাকে – বাসে করে শয়ে শয়ে সমর্থক’র আনন্দ উৎসবের মধ্যে দিয়ে এদিন উপস্থিত হন যুবভারতীতে।এছাড়া পরিবারের সাথে কচিকাঁচা’দের ভিড় তো ছিলোই।
দুই দলের সমর্থক’দের ধ্বনিতে আজ যেনো যুবভারতী বহুদিন বাদে তার হারানো সুর খুঁজে পেলো। এতোটা সময় বাদে ডার্বি বঙ্গে ফেরায় যেনো দুই দলের সমর্থক’দের আবেগের কার্যত বিস্ফোরণ ঘটেছে এদিন এতো দীর্ঘ সময় পর শহরে ডার্বি আয়োজন হওয়ায় স্বাভাবিক ভাবেই টিকিট নিয়ে টানাটানি শুরু হয়েছিল। ম্যাচের আগের দিন গুলো’তেও সেই চিত্র স্পষ্ট হয়েছিল। খেলার দিনেও স্টেডিয়াম চত্বরে একটি টিকিটের জন্যে আকুতি স্পষ্ট ছিলো ।
দুই দলের সমর্থক’দের মধ্যে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা তৈরী হয় তাই তটস্থ ছিলো পুলিশ প্রশাসন । এক্ষেত্রে বিধাননগর পুলিশ’কে সহায়তা করেছে সেনাবাহিনী’ও।গোটা স্টেডিয়াম কড়া নিরাপত্তা বেষ্টনী’তে মোড়া ছিলো।