Yuma Suzuki ATKMB : এটিকে মোহন বাগান থেকে ডেভিড উইলিয়ামস বিদায় ক্ষণ আসন্ন। তাঁর জায়গায় এশিয়া কোটার একজন দলে নিতে হবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন, উইলিয়ামসের পরিবর্তে ইউমা সুজুকিকে সই করানোর চেষ্টা করছে এটিকে মোহন বাগান।
দল বদলের বাজারে বহু শোনা কথা বা জল্পনার সত্যতা নিয়ে সন্দেহের অবকাশ থাকে। এটিকে মোহন বাগান এবং ইউমা সুজুকি সম্পর্কিত জল্পনা তেমনই। ফুটবল প্রেমীদের মধ্যেও প্রশ্ন, জাপানের এই ফুটবলার সত্যিই কি কলকাতায় আসতে চলেছেন?
এই প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না, সরাসরি কোনোটাই এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ফুটবল মহলের অনেকের মতে এটা স্রেফ গুজব। নতুন মরশুমের আগে দল গঠন সম্পর্কিত অনেক খবরই হওয়ায় ভাসে। যার কিছুটা সত্যি, কিছুটা সত্যি হয় না।
সুজুকির দল বদলের ব্যাপারে সরাসরি উত্তর এখনও পাওয়া না গেলেও, একাংশের মতে এই জল্পনা স্রেফ গুজব। সামাজিক মাধ্যমে বাজার গরম করা খবর মাত্র। তবে যতক্ষণ না ট্রান্সফার উইন্ডো খুলবে এবং এটিকে মোহন বাগানের পূর্ণ স্কোয়াড তৈরি হচ্ছে, ততক্ষণ হলফ করে কিছু বলা যাবে না।