গত বৃহস্পতিবার নিজেদের সোশ্যাল সাইট থেকে হিরোশি ইবুসুকিকে বিদায় জানিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। এছাড়াও তার কয়েকদিন আগেই পারস্পরিক সম্মতিতে দল ছেড়েছিলেন আরেক তারকা ফরোয়ার্ড। হামিদ আহদাদ। স্বাভাবিকভাবেই আসন্ন আইএসএলের আগে দল যে নতুন বিদেশি ফুটবলার সই করাবে সেটা বলার অপেক্ষা রাখে না। তবে এই পরিস্থিতিতে নতুন কাদের যুক্ত করা হবে দলের সঙ্গে সেই নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম রয়েছে ময়দান। সেখানে এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মরোক্কান বংশোদ্ভূত স্প্যানিশ তারকা ইউসেফ ইজ্জেজারির নাম।
হিসাব অনুযায়ী এখন সিঙ্গাপুরের ফুটবল ক্লাব তানজং পাগার ইউনাইটেডের সঙ্গে যুক্ত রয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার। যেখানে প্রিমিয়ার লিগে একাধিক ম্যাচ খেলে পাঁচটি গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট রয়েছে বছর বত্রিশের এই ফুটবলারের। হিসাব অনুযায়ী আগামী ৩০শে জুন পর্যন্ত তাঁর সঙ্গে সিঙ্গাপুরের এই প্রিমিয়ার লিগের ক্লাবের চুক্তি থাকলেও শোনা গিয়েছে যে সেখান থেকেই ভারতে আসতে চলেছেন ইজ্জেজারি। আরও জানা গিয়েছে যে ইতিমধ্যেই ভিসার জন্য আবেদন করে ফেলেছেন এই তারকা। সব ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই ভারতে এসে লাল-হলুদে যোগ দিতে পারেন তিনি।
নয়া তথ্য অনুযায়ী এই চলতি সপ্তাহের মধ্যেই হয়তো কলকাতা ময়দানের এই প্রধানে সই করে ফেলবেন ইজ্জেজারি। বিভিন্ন মাধ্যম সূত্রে জানা গেছে, পূর্বে বাংলাদেশের ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকাকালীন ও নাকি এই বিদেশির দিকে নজর ছিল অস্কার ব্রুজোর। তবে সেই সময় তা সম্ভব না হলেও এবার তাঁকে দলে টানার ক্ষেত্রে কার্যত অনেকটাই এগিয়ে মশাল ব্রিগেড। সব ঠিকঠাক থাকলে হয়তো চলতি জানুয়ারির শেষের দিকেই ভারতে চলে আসতে পারেন তিনি। সেক্ষেত্রে দলের সঙ্গে বেশ কিছুদিন অনুশীলন করার পর দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগে নামতে পারেন ইজ্জেজারি।
এখন তাঁর যোগদানের কথা ঘোষণা করার অপেক্ষায় সকলে। বলাবাহুল্য, এবারের এই সিজনের শুরু থেকেই সকলকে চিন্তায় রেখেছিল দলের আক্রমণভাগ। হামিদ আহদাদ সুযোগ মতো বেশকিছু গোল করতে পারলেও সম্পূর্ণ নিরাশ করেছেন জাপানি তারকা হিরোশি ইবুসুকি। সেক্ষেত্রে এমন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে নয়া ফরোয়ার্ডের উপর যে যথেষ্ট চাপ থাকতে চলেছে সেটা বলাই চলে।
