ভবিষ্যৎ সুরক্ষিত করার চেষ্টায় ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব ওড়িশা এফসি (Odisha FC)। অনূর্ধ্ব কুড়ি এক ফুটবলারকে দলে নিশ্চিত করেছে তারা। রবিবার ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে সই সংবাদ। তিন বছরের চুক্তিতে ওড়িশা এফসির সঙ্গে যুক্ত হলেন Paogoumang Singson।
Paogoumang Singson এর কথা এখন ভারতীয় ফুটবল মহলের অনেকেই জানেন। দেশের অন্যতম উঠতি প্রতিভাধর ডিফেন্ডার হিসেবে তিনি পরিচিত। এখন উনিশ বছর বয়স। খেলেন সেন্টার ব্যাক পজিশনে। এর আগে দেশের একাধিক নামকরা ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ইন্ডিয়ান সুপার লীগ জয়ী হায়দরাবাদ এফসিও এই তরুণ তুর্কির ওপর আস্থা রেখেছিল। পাঞ্জাব এফসি, হায়দরাবাদ এফসির রিজার্ভ দল এবং নেরোকা এফসির মতো ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন Paogoumang Singson।
Paogoumang Singson কে দলে নেওয়া প্রসঙ্গে ওড়িশা এফসির প্রধান কোচ সার্জিও লোবেরা বলেছেন, “Singson অত্যন্ত তরুণ একজন খেলোয়াড়। ওর চারিত্রিক বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব এবং স্কিল নজরে পড়ার মতো। এবারের মরসুমের পাশাপাশি আগামী দিনে আমাদের লক্ষ্য পূরণের পথে ও আমাদের জন্য আদর্শ বলে আমি মনে করি। Paogoumang Singson ওড়িশা এফসিতে সই করায় আমি খুব খুশি। কলিং ওয়ারিয়র্সে তাকে স্বাগতম।”
ℹ️ The club is delighted to announce the signing of young centre-back, Paogoumang Singson on a 3️⃣-year deal ✍🏻🟣⚫️
Having previously plied his trade for Punjab FC, Hyderabad FC Reserves, and Neroca FC, Singson adds strength and depth to our defensive setup for the upcoming… pic.twitter.com/7qB17n5xZZ
— Odisha FC (@OdishaFC) August 27, 2023