চ্যাম্পিয়ন্স লিগ খেলবেন প্রথম ভারতীয় ফুটবলার

Young Indian Goalkeeper Som Kumar

স্লোভেনিয়ার সর্বোচ্চ লিগ, প্রভালিগার ক্লাব রাডমলজে যোগ দিলেন তরুণ ভারতীয় গোলরক্ষক সোম কুমার (Som Kumar)।  সুব্রত পাল ও গুরপ্রীত সিং সাঁধুর পর তিনিই তৃতীয় ভারতীয় গোলরক্ষক যিনি ইউরোপের কোনো দেশের সর্বোচ্চ লিগে খেলার সুযোগ পেলেন। ১৯ বছর বয়সী সোম কুমার কিছুদিন আগেই আইএসএলের ক্লাব কেরল ব্লাস্টার্সের সঙ্গে চুক্তি ছিন্ন করেন। তখনই শোনা যাচ্ছিল তিনি স্লোভেনিয়ার কোনো ক্লাবে যোগ দিচ্ছেন। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো।

বেঙ্গালুরুতে জন্ম নেওয়া সোম কুমার, সেখানকার আইএসএল ক্লাব বেঙ্গালুরু এফসি-র অ্যাকাডেমি ও তারপর বেঙ্গালুরু-স্থিত বোকা জুনিয়র্স অ্যাকাডেমি ও বিওয়াইএফএল অ্যাকাডেমিতে ফুটবলপাঠ নেওয়ার পর স্লোভেনিয়ায় পাড়ি দেন ও সেখানে এনকে ব্রাভো, এনকে ক্রকা ও বিখ্যাত অলিম্পিয়া লুবলানার যুব দলে খেলার পর চলতি মরসুমের শুরুতেই ভারতে এসে কেরল ব্লাস্টার্সের হয়ে সিনিয়র কেরিয়ার শুরু করেন।

   

কিন্তু চলতি আইএসএলে মাত্র তিনটি ম্যাচই খেলার সুযোগ হয় তাঁর। তারপর আবার স্লোভেনিয়াতেই ফিরছেন ভারতের অনুর্দ্ধ-১৭ ও অনুর্দ্ধ-২০ জাতীয় দলে খেলা এই প্রতিভাবান গোলরক্ষক। ফলে তিনি হবেন প্রথম কোনো ভারতীয় ফুটবলার খেলতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলবেন। কয়েকদিন পরই আছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ালিফায়ার ম্যাচ। সেখানে খেলতে চলেছেন তিনি।

ইতালিতে সোম তার ক্লাবের সাথে একটি অনুর্দ্ধ ১৫ সামার টুর্নামেন্ট খেলতে আসে এবং সেখানে দুর্দান্ত পারফরম্যান্স এর জেরে নিজের ক্লাবের প্রথম চয়েস গোলকিপার পজিশন পাকাপাকি হওয়ার পাশাপাশি সে ডাক পায় ভারতীয় দলের অনুর্দ্ধ ১৭ জাতীয় দলের ট্রায়ালে এবং সেখানে ফোর্থ চয়েস থেকে হয়ে ওঠে প্রথম চয়েস গোলকিপার। সেখানে ভালো পারফরম্যান্স এর জেরে ডাক পায় ভারতীয় টিমের অনুর্দ্ধ ২০ দলে এবং সাফ টুর্নামেন্টে সে পায় “বেস্ট গোলকিপার” আওয়ার্ড।

আই এস এলের বড় ক্লাবের অফার থাকা সত্ত্বেও সোম কুমার ইউরোপে থাকার ইচ্ছা প্রকাশ করেছে। বর্তমানে সে প্রাকটিস করছে এমন একজন গোলকিপার কোচের কাছে যার তত্ত্বাবধানে তৈরি হয়েছে জান অবলাক এবং হ্যানডানোভিক দের মতো বিখ্যাত গোলকিপাররা। ভারতীয় ফুটবল পেতে চলেছে সোম এর মত এক রত্ন কে যে বিশ্বফুটবলের দরবারে উজ্জ্বল করতে চলেছে ভারতবর্ষের নাম।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন