মশালবাহিনী ছেড়ে আইলিগের ক্লাবে যুক্ত হলেন এই তরুণ গোলরক্ষক

চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই অনবদ্য ছন্দে ধরা দিয়েছে শিলং লাজং এফসি। চূড়ান্ত সাফল্য এখনও অব্দি না আসলেও ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে অনায়াসেই তাঁরা পরাজিত…

Young Goalkeeper Ranit Sarkar Departs East Bengal

চলতি ফুটবল মরসুমের শুরু থেকেই অনবদ্য ছন্দে ধরা দিয়েছে শিলং লাজং এফসি। চূড়ান্ত সাফল্য এখনও অব্দি না আসলেও ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দলকে। নিঃসন্দেহে তা চমকে দিয়েছে সকলকে‌। যারফলে প্রায় বহু বছর পর ইস্টবেঙ্গলের বিপক্ষে জয়ের স্বাদ পায় পাহাড়ের এই ফুটবল ক্লাব। ডুরান্ড জয় সম্ভব না হলেও নিজেদের দাপুটে পারফরম্যান্স ধরে রাখাই লক্ষ্য লাজং ফুটবল দলের।

গত আইলিগ মরসুমে ২৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে শেষ করেছিল পাহাড়ি এই ক্লাব। শুরুটা যথেষ্ট ভালো করলেও সময় যত এগিয়েছিল ততই পিছিয়ে পড়তে হয়েছিল তাঁদের। ম্যাচ এগোনোর সাথে সাথেই তাই নেমে যেতে হয়েছিল অনেকটা নিচে। একটা সময় গোকুলাম কেরালা এফসি থেকে শুরু করে চার্চিল ব্রাদার্সের মতো টিমকে অতি সহজে হারানো সম্ভব থাকলেও হঠাৎ হারিয়ে গিয়েছিল সেই ছন্দ। যারফলে চ্যাম্পিয়নশিপের অনেকটাই দূরে চলে আসতে হয়েছিল লাজং ফুটবল দলকে।

   

সেই হতাশাজনক পারফরম্যান্স ভুলে নয়া সিজনে ঘুরে দাঁড়ানোর লড়াই। তাই নয়া মরসুমের কথা মাথায় রেখে এবারের গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে একাধিক ফুটবলারদের দলে টেনেছে ববি নংবেটের দল। কিন্তু সেখানেই শেষ নয়। এবার কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলের এক তরুণ প্রতিভাকে নিজেদের দলে টানল আইলিগের এই ফুটবল ক্লাব। তিনি রনিত সরকার। যতদূর জানা গিয়েছে আগামী একটি ফুটবল মরসুমের জন্য এই বাঙালি গোলরক্ষককে সই করিয়েছে লাজং ম্যানেজমেন্ট।

তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলবে দলের রিজার্ভ বেঞ্চকে। উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মানস দুবের দক্ষতা যথেষ্ট নজর কেড়েছিল সকলের। এবার তাঁদের দলে রনিত আসায় আরও শক্তি বাড়বে গোটা স্কোয়াডের। সেটা বলাই চলে।