Gokulam Kerala FC: মালাবারিয়ান দলে যোগ দিতে চলেছে বাঙালি ফুটবলার

কেরালা ব্লাস্টার্সের তরুণ ফরোয়ার্ড শুভ ঘোষ আই-লিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালা (Gokulam Kerala FC) এফসি’তে যোগ দিতে চলেছে। বাংলার এই তরুণ প্রতিভাবান ফুটবলার কেরালা ব্লাস্টার্স এফসি’র…

Shubo Ghosh is set to join I-League champions Gokulam Kerala FC

কেরালা ব্লাস্টার্সের তরুণ ফরোয়ার্ড শুভ ঘোষ আই-লিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালা (Gokulam Kerala FC) এফসি’তে যোগ দিতে চলেছে। বাংলার এই তরুণ প্রতিভাবান ফুটবলার কেরালা ব্লাস্টার্স এফসি’র হয়ে চলতি ডুরান্ড কাপ স্কোয়াডের অংশ ছিলেন। সূত্রের খবর, মোহনবাগানের প্রাক্তন ফরোয়ার্ড শুভ ঘোষ দীর্ঘ মেয়েদের চুক্তিতে গোকুলম কেরালা এফসি’তে যোগ দেবেন।

কোচ কিবু ভিকুনার সময়কালে মোহনবাগানের হয়ে ২০২৯-২০ মরসুমে শুভ ঘোষ অভিষেক করেছিলেন। মোহনবাগান ওই মরসুমে আইলিগ শিরোপা জিতেছিল এবং শুভ ঘোষ ব্যক্তিগতভাবে সুপার সাব হিসাবে এক যুগান্তকারী মরসুম পেয়েছিলেন, ওই সেশনে আট ম্যাচে তিন গোল করেছিলেন। ২০২০ সালের ডিসেম্বরে তিন বছরের চুক্তিতে শুভ ঘোষ ATK মোহনবাগান থেকে কেরালা ব্লাস্টার্স এফসিতে চলে যান।

আগস্ট ২০২১’এ ফুটবলার শুভ ঘোষ এক মরসুমের জন্য লোনে ইস্টবেঙ্গলে যোগ দেন। ওই মরসুমে পুরো ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ইস্টবেঙ্গলের হয়ে মাত্র তিন ম্যাচে লাল হলুদ জার্সি গায়ে মাঠে দেখা যায়। ফুটবলার ঘোষ ওই মরসুমে ইস্টবেঙ্গলের আইএসএলের শেষ ম্যাচে প্রথমবার প্রথম একাদশে শুরু করেছিলেন এবং ৬০ মিনিট খেলেছিলেন।

Advertisements

২১ বছর বয়সী এই বাঙালি ফরোয়ার্ড আই-লিগ চ্যাম্পিয়ন গোকুলম কেরালা এফসির সঙ্গে দীর্ঘ মেয়াদের চুক্তি স্বাক্ষর করবেন। মনে করা হচ্ছে তরুণ ফরোয়ার্ড কেরালা ব্লাস্টার্স টিমের জন্য এক গুরুত্বপূর্ণ সাইনিং হতে চলেছে,কেননা আশা করা হচ্ছে আই-লিগ চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে এবং পরবর্তী মরসুমে আইএসএল খেলতে পারে মালাবারিয়ানরা।