নাইটদের বিরুদ্ধে ম্যাচের রং বদলাবেন চেন্নাইয়ের এই তরুণ বিধ্বংসী ব্যাটার!

Urvil Patel in KKR vs CSK match of IPL 2025

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৫ (IPL 2025) মরসুমে চেন্নাই সুপার কিংসের (CSK) পারফরম্যান্স মোটেই প্রত্যাশা অনুযায়ী হয়নি। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে খেলতে নামা দক্ষিণী দলের এই ব্যর্থতা গোটা টুর্নামেন্টজুড়েই একাধিকবার চর্চার বিষয় হয়েছে। লিগ টেবিলে অনেকটাই নিচে থেকে এবার প্রায় প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়েছে চেন্নাই। তবুও দলের মান বাঁচাতে ও ভবিষ্যতের কথা মাথায় রেখে এখনও বাকি থাকা ম্যাচগুলিতে নতুনদের সুযোগ দিয়ে ঝাঁঝালো কামব্যাকের পরিকল্পনা করছে ফ্র্যাঞ্চাইজিটি।

ইংল্যান্ড সফরের পূর্বে প্ৰাক্তন দলকে নিয়ে বড় বার্তা গম্ভীরের

   

এই প্রেক্ষাপটেই বড়সড় চমক দিল CSK। কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচ শুরুর আগেই দলভুক্ত করা হল এক বিস্ফোরক ব্যাটসম্যানকে, যিনি মাত্র ২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তাক লাগিয়ে দিয়েছিলেন। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে এই কীর্তি গড়েছিলেন তরুণ ক্রিকেটার উর্ভিল প্যাটেল।

একাধিক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে এই ব্যাটারকে সই করিয়েছে চেন্নাই সুপার কিংস। উর্ভিলের এই অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে চলেছে। জানা যাচ্ছে, উইকেটকিপার-ব্যাটসম্যান বংশ বেদী চোট পেয়ে মরসুম থেকে ছিটকে পড়ায় তার বিকল্প খুঁজতেই এই সিদ্ধান্ত নিয়েছে চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট।

ভারতীয় দলের দায়িত্ব ছাড়ছেন স্প্যানিশ কোচ? ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা

ঘরোয়া ক্রিকেটে গত এক বছরে দুরন্ত ফর্মে ছিলেন উর্ভিল। শুধুমাত্র ৬টি ম্যাচ খেলে ৩১৫ রান সংগ্রহ করেছিলেন তিনি, যার মধ্যে ছিল দুটি শতরান। তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ২৩০ – যা যে কোনও টি-টোয়েন্টি ব্যাটসম্যানের কাছেই ঈর্ষণীয়। উল্লেখযোগ্য বিষয় হল, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ২৮ বলে সেঞ্চুরি করা অন্যতম দ্রুততম ইনিংস হিসেবেই রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে তাঁর সেই দুর্ধর্ষ পারফরম্যান্স।

চেন্নাইয়ের নতুন সদস্য উর্ভিল প্যাটেল এতদিন ঘরোয়া ক্রিকেটেই নিজের প্রতিভার প্রমাণ দিয়ে গিয়েছেন। তবে এবার আইপিএলের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার পালা। দলের একাংশ মনে করছে, ইতিমধ্যেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় নতুনদের পরীক্ষা করার এটাই সঠিক সময়। তাই কলকাতার বিরুদ্ধে আসন্ন ম্যাচেই প্রথম একাদশে দেখা যেতে পারে এই বিধ্বংসী ব্যাটারকে।

ধোনির নেতৃত্বে যে কোনও তরুণ প্রতিভা অনেক বেশি আত্মবিশ্বাস পায়, তা ইতিপূর্বেই প্রমাণিত। রুতুরাজ গায়কওয়াড়, শিভম দুবে-র মত খেলোয়াড়দের উত্থানের পিছনে ধোনির অবদান অস্বীকার করা যায় না। তাই এবার উর্ভিল প্যাটেলও সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারেন বলেই মনে করছে বিশ্লেষক মহল।

মাহি-শো ঘিরে পারদ চড়ছে তিলোত্তমায়, প্র্যাক্টিস না করেও KKR কাঁটা ‘৭’!

ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া KKR বনাম CSK ম্যাচকে ঘিরে এমনিতেই উত্তেজনার পারদ তুঙ্গে। কলকাতার ঘরের মাঠে নিজেদের শক্তি প্রমাণ করতে মরিয়া নাইটরা। অন্যদিকে, মরশুমের শেষ লগ্নে এসে সসম্মানে বিদায় নিতে মরিয়া ধোনির বাহিনী। আর ঠিক এই মুহূর্তে উর্ভিল প্যাটেলের আগমন চেন্নাই শিবিরে একটা নতুন উদ্দীপনার সঞ্চার করেছে।

এখন দেখার, নাইটদের বিরুদ্ধে মহারণে সুযোগ পান কি না এই ২৮ বলে শতরান হাঁকানো বিস্ফোরক ব্যাটার। যদি পান, তবে ইডেন গার্ডেন্সে তার ব্যাট থেকে আবারও ঝড় উঠতে পারে – এমন সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleফের কমল হুড়মুড়িয়ে কমল সোনার দাম! কলকাতায় কত হল জানেন
Next articleচেন্নাই ম্যাচে বাদ পড়ছেন দলের তারকা ক্রিকেটার? রইল নাইটদের সম্ভাব্য একাদশ
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।