হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত তরুণ ক্রিকেটার, শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল

ফিটনেস মেনে চলেও রক্ষা পেল না প্রাণ, মৃত্যু তরুণ ক্রিকেটারেরহটাৎই শোকের ছায়া বঙ্গ ক্রিকেটে (Bengal Cricket)। মাত্র ২২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার তরুণ ক্রিকেটার (Bengal Cricketer) প্রিয়জিৎ ঘোষ (Priyojit Ghosh)। শুক্রবার সকালে বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকার এক জিমে শরীরচর্চা করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তরুণ ক্রিকেটারকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বোলপুরের জামবুনি অঞ্চলের বাসিন্দা প্রিয়জিৎ একসময় জেলার হয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। ২০১৮-১৯ মরসুমে সিএবি আয়োজিত অনূর্ধ্ব-১৬ আন্তঃজেলা প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নজর কাড়েন তিনি। সেই সুবাদে সিএবির তরফে বিশেষ সম্মানও পেয়েছিলেন। তাঁর প্রিয় ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি, আর কোহলির পথ অনুসরণ করেই নিজেকে সবসময় ফিট রাখার চেষ্টা করতেন প্রিয়জিৎ।

   
Young Bengal Cricketer Priyojit Ghosh Dies of Cardiac Arrest at 22
Young Bengal Cricketer Priyojit Ghosh Dies of Cardiac Arrest at 22

তার স্বপ্ন ছিল একদিন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো। নিয়মিত জিম করতেন, খাদ্যাভ্যাসেও ছিল সংযম। এমন একজন ফিট, তরুণ ক্রীড়াবিদের অকালমৃত্যুতে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল।

জেলা ক্রিকেট সংস্থা থেকে শুরু করে তাঁর প্রাক্তন সতীর্থ ও কোচরা এই মর্মান্তিক খবরে শোকাহত। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণ করে লিখেছেন, “স্বপ্ন দেখেছিল ছেলেটা, কিন্তু স্বপ্নপূরণের আগেই থেমে গেল সব।”

Young Bengal Cricketer Priyojit Ghosh Dies of Cardiac Arrest at 22

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleSEBI-র অনুমোদনে ভারতীয় মিউচুয়াল ফান্ডে নতুন দিগন্ত
Next articleরেল সংস্কারকাজে বিপর্যস্ত পরিষেবা, বহু ট্রেন বাতিল, ঘুরপথে চলবে কিছু
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।