ফিটনেস মেনে চলেও রক্ষা পেল না প্রাণ, মৃত্যু তরুণ ক্রিকেটারেরহটাৎই শোকের ছায়া বঙ্গ ক্রিকেটে (Bengal Cricket)। মাত্র ২২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত (Cardiac Arrest) হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলার তরুণ ক্রিকেটার (Bengal Cricketer) প্রিয়জিৎ ঘোষ (Priyojit Ghosh)। শুক্রবার সকালে বোলপুর শহরের মিশন কম্পাউন্ড এলাকার এক জিমে শরীরচর্চা করার সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তরুণ ক্রিকেটারকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বোলপুরের জামবুনি অঞ্চলের বাসিন্দা প্রিয়জিৎ একসময় জেলার হয়ে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। ২০১৮-১৯ মরসুমে সিএবি আয়োজিত অনূর্ধ্ব-১৬ আন্তঃজেলা প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নজর কাড়েন তিনি। সেই সুবাদে সিএবির তরফে বিশেষ সম্মানও পেয়েছিলেন। তাঁর প্রিয় ক্রিকেটার ছিলেন বিরাট কোহলি, আর কোহলির পথ অনুসরণ করেই নিজেকে সবসময় ফিট রাখার চেষ্টা করতেন প্রিয়জিৎ।

তার স্বপ্ন ছিল একদিন বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলে ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো। নিয়মিত জিম করতেন, খাদ্যাভ্যাসেও ছিল সংযম। এমন একজন ফিট, তরুণ ক্রীড়াবিদের অকালমৃত্যুতে শোকস্তব্ধ বাংলার ক্রিকেট মহল।
জেলা ক্রিকেট সংস্থা থেকে শুরু করে তাঁর প্রাক্তন সতীর্থ ও কোচরা এই মর্মান্তিক খবরে শোকাহত। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর স্মৃতিচারণ করে লিখেছেন, “স্বপ্ন দেখেছিল ছেলেটা, কিন্তু স্বপ্নপূরণের আগেই থেমে গেল সব।”
Young Bengal Cricketer Priyojit Ghosh Dies of Cardiac Arrest at 22