মোহন বাগান সুপার জায়ান্টের অনুশীলনে দেখা গিয়েছে দুই বিদেশি ফুটবলারকে। ট্রায়াল চলছে তাদের। দুজনের মধ্যে একজনের নাম Yerasimakis “Maki” Petratos। কেউ কেউ ইতিমধ্যে ‘মিকা’ বলতে শুরু করেছেন। কে এই মাকি পেত্রতস?
Yerasimakis “Maki” Petratos সত্যি একজন মেরিনার। আসলে তিনি Central Coast Mariners Academy এর ছাত্র। জুনিয়র পর্যায়ের পর সিনিয়র পর্যায় শুরু করেছিলেন সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে। তারপরে অন্য আরও ক্লাবে খেলেছেন। এখন তার বয়স মাত্র ২৩। মাঠের একাধিক পজিশনে খেলতে পারেন বলে জানা গিয়েছে। এক কথায় বলতে গেলে আক্রমণ ভাগের ফুটবলার।

কলকাতায় আসার আগে দিমি পেত্রতসের এই ভাই খেলেছেন St George City ফুটবল দলের হয়ে। পারফরম্যান্স খুব ভালো না আবার খুব খারাপ না, মোটামুটি। পরিসংখ্যান দেখে অনুমান করা যায় যে মাকি সেন্ট জর্জ সিটির গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন। প্রায় ৩০ টি ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার এই ক্লাবের হয়ে।
ক্লাবের হয়ে একাধিক গোল করেছেন মাকি পেত্রতস। সেন্ট জর্জ সিটির হয়ে করেছেন সাত গোল, করিয়েছেন ছয়টি গোল। দুই উইং এবং সেন্টার ফরোয়ার্ড পজিশনে খেলতে পারেন তিনি। ফরোয়ার্ড পজিশনে খেলে সবথেকে বেশি গোল এবং অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে।