ভারতের প্রতিভাবান তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) টেস্ট ক্রিকেটে এমন সহজাতভাবে ছয় মারেন যে কখনো কখনো মনে হয় তিনি যেন টি-টোয়েন্টি খেলছেন। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে তিনি ২৬টি ছয় মেরে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দেন। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি ছয় মারার (৩৬) কৃতিত্বও এখন তাঁর দখলে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে যশস্বী জানিয়েছেন, আইপিএলই তাঁকে এত ছয় মারার দক্ষতা অর্জন করতে সাহায্য করেছে। তিনি বলেন, “আইপিএলে খেলার ফলে আমার ছয় মারার দক্ষতা আরও উন্নত হয়েছে। রাজস্থান রয়্যালসের জুবিন ভারুচা স্যর দীর্ঘদিন ধরে আমার উন্নতির জন্য পরিশ্রম করছেন। তাই তাঁর প্রতি আমি কৃতজ্ঞ। রাজস্থান রয়্যালসেরও ধন্যবাদ প্রাপ্য, কারণ তাদের দলে থেকে আমি দারুণ অনুশীলনের সুযোগ পেয়েছি। আমার ছয় মারার পেছনে অনেকের অবদান রয়েছে, তাই এত ধারাবাহিকভাবে বড় শট খেলতে পারি।”
ওয়ানডে অভিষেকের অপেক্ষায়
টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ইতিমধ্যেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন যশস্বী। এবার তাঁর লক্ষ্য এক দিনের দলে জায়গা পাওয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে তিনি অভিষেক করতে পারেন বলে জল্পনা চলছে। সেই প্রসঙ্গে যশস্বী বলেন, “আমি জানি না নির্বাচকরা কী সিদ্ধান্ত নেবেন, তবে আমি যথেষ্ট উত্তেজিত। অনেক দিন ধরেই ওয়ানডে দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখেছি।”
স্টার্কের সঙ্গে স্লেজিং
সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজে মিচেল স্টার্কের সঙ্গে তাঁর কয়েকবার স্লেজিং হয়েছিল। পার্থ টেস্টে স্টার্কের বলের গতি নিয়ে ঠাট্টা করেছিলেন যশস্বী। এরপর মেলবোর্ন টেস্টে উইকেটের বেল পরিবর্তন নিয়েও দুজনের মধ্যে কথোপকথন হয়। যশস্বী এই প্রসঙ্গে বলেন, “আমি বিষয়টা বেশ উপভোগ করেছি। মাঠের লড়াই আমার ভালো লাগে। তবে খেলার পর এসব নিয়ে আমি আর মাথা ঘামাই না।”
যশস্বীর এই মনোভাবই তাঁকে একদিনের ক্রিকেটেও সফল করে তুলতে পারে। এখন দেখার বিষয়, ইংল্যান্ড সিরিজে তিনি ওয়ানডে দলে জায়গা পান কি না।