ছন্দে ফিরতে জয়সওয়ালের ভরসা সেই রাহুল দ্রাবিড়

চলতি দলীপ ট্রফিতে ভারতীয় বি দলের হয়ে শুরুটা একেবারেই ভালো হলো না তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। আইপিএলের পর নিজেকে প্রমান করার লক্ষ্যে নেমেছিলেন…

Yashasvi Jaiswal

চলতি দলীপ ট্রফিতে ভারতীয় বি দলের হয়ে শুরুটা একেবারেই ভালো হলো না তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal)। আইপিএলের পর নিজেকে প্রমান করার লক্ষ্যে নেমেছিলেন তিনি। কিন্তু আজ ভারতীয় বি দলের হয়ে খেলতে নেমে প্রথম ইনিংসে মাত্র ৩০রান করে ফেরত যেতে হল তাঁকে। তবে ছন্দে ফিরতে এই মুহূর্তে সাবেক ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পেপটক কেই কাজে লাগাতে চাইছেন জয়সওয়াল।

এদিন সকালে ইনিংস খেলতে নেমে শুরুতেই চালিয়ে খেলতে থাকেন রাজস্থান রয়্যালসের ব্যাটার। অন্যদিকে আরেক ওপেনার অভিমুন্য ঈশ্বরণও (১৩) ব্যর্থ। এছাড়াও তারকা ব্যাটার ঋষভ পন্থ (৭) , সরফরাজ খান (৯) ব্যর্থ হয়েছেন প্রথম ইনিংস খেলতে নেমে। ভারতীয় বি দলের হয়ে একমাত্র সম্মানজনক স্কোর করেন মুম্বাইয়ের তরুণ ব্যাটার মুশির খান। তিনি ১৩৬ বল খেলে অপরাজিত আছেন ৫৬ রানে (এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)। তার এই ইনিংসের জন্যই প্রায় ধুঁকতে থাকা অবস্থা থেকে ১০০ রানের গন্ডি পার করতে সক্ষম হয়েছে ভারতীয় বি দল।

   

এদিন তবে শুরু থেকেই তাড়াহুড়ো করছিলেন উত্তরপ্রদেশের তরুণ ব্যাটার। তবে ৫৯ বলে ৩০ রানের এই ইনিংসে এদিন তিনি ৪টি বাউন্ডারি মেরেছেন। কিন্তু শেষপর্যন্ত দিল্লি পেসার খলিল আহমেদের সুচতুর কৌশলে ড্রেসিংরুমে ফিরতে হয় তাকে। এদিন শুরু থেকেই খলিলের আউটসুইয়ং, শর্টপিচ ডেলিভারির সামনে নিষ্প্রভ ছিলেন জয়সওয়াল। বারবার তাঁকে গতির হেরফেরে পরাস্ত করছিলেন খলিল। শেষপর্যন্ত ২১তম ওভারের প্রথম বলটি এগিয়ে এসে খেলতে গিয়ে শাস্বত রাওয়াতের হতে ক্যাচ দিয়ে বসেন তিনি। আউট হয়ে হতাশ দেখায় তাঁকে।

তবে এদিন প্রথম ইনিংসে দ্রুত আউট হলেও রাহুল দ্রাবিড়ের পেপটককে কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে জয়সওয়াল (Yashasvi Jaiswal) খুব দ্রুত রানের মধ্যে ফিরবেন বলেই মনে করছেন তাঁর কোচ জ্বলা সিং। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “ও (জয়সওয়াল) খুব দ্রুত নিজের ভুল বুঝতে পারে। কাল ম্যাচের আগে আমার সাথে ওঁর (জয়সওয়াল)কথা হয়। ও নিজের ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ছিল। তবে কখনো ম্যাচে ঠিকভাবে পারফর্ম না করতে পারলে রাহুল দ্রাবিড়ের দেওয়া পরামর্শ খুব কাজে লাগে ওঁর।”

এদিন আসন্ন সিরিজে রাজস্থান রয়্যালস দলের ওপেনারের জায়গা পাওয়া নিয়ে জয়সওয়ালের (Yashasvi Jaiswal) কোচ আরও বলেন, ” দ্রুতই দ্বিতীয় ইনিংসে বড় রান করবে ও। আর নিজস্ব পরফরম্যান্সের দৌলতেই দলে জায়গা করে নেবে জয়সওয়াল।” আসন্ন বর্ডার – গাভাসকার ট্রফিতে দ্বিতীয় ওপেনার হিসেবে রোহিত শর্মার সাথে হয় তাঁর নয়তো শুভমন গিলের খেলা প্রায় নিশ্চিত । তবে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পরামর্শকে কাজে লাগিয়ে তিনি ভারতীয় দলের দ্বিতীয় ওপেনার হিসবে নিজের জায়গা পাকা করতে তিনি কতটা সফল হবেন সেটা পুরোপুরি নির্ভর করছে চলতি দলীপ ট্রফিতে তাঁর পারফরম্যান্স।