HomeSports NewsYashasvi Jaiswal: যশস্বীর মারা ছয়ে আহত হয়ে হাসপাতালে!

Yashasvi Jaiswal: যশস্বীর মারা ছয়ে আহত হয়ে হাসপাতালে!

- Advertisement -

আইপিএল (IPL) ২০২৩-এ ৬০০-র বেশি রান করে টিম ইন্ডিয়ায় প্রবেশ করা ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) আলোচনায় রয়েছেন। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭০০-র বেশি রান করা জয়সওয়াল নিজের ব্যাটিং দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন। এবার আসন্ন আইপিএল মরসুমের আগে আবারও সবার চোখ থাকবে তাঁর দিকে। তার আগে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন একটি রহস্য ফাঁস করেছেন।

যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ব্যাটিং স্টাইল এবং লম্বা ছক্কা মারার জন্য পরিচিত। স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে অধিনায়ক জানিয়েছেন, ‘জয়সওয়াল গত মরসুমে রাজস্থান রয়্যালসের বহু কর্মীকে হাসপাতালে পাঠিয়েছিলেন।’

   

সঞ্জু স্যামসন বলেছেন, ‘আমাদের প্র্যাকটিস ক্যাম্পে চারজন সর্দারজি রয়েছেন। তাদের নাম কাট, পুল, ফ্লিক ও ড্রাইভ। এই চারজনের কাজ হলো কাট, পুল করা, ফ্লিক করা এবং বল ড্রাইভ করা। গত মরসুমে অনেকের কাঁধে চোট হওয়ার অন্যতম কারণ যশস্বী জয়সওয়াল। শুধু খেলোয়াড়রাই নয়, স্টাফ মেম্বাররাও ইনজুরিতে পড়েন।’

যশস্বী জয়সওয়াল গত মরসুম পর্যন্ত তিনি ছিলেন আনক্যাপড খেলোয়াড়। এবার ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএলে নামতে চলেছেন তিনি। স্পষ্টতই তিনি এবার আরও আত্মবিশ্বাসী হবে। একই সঙ্গে চাপও থাকবে।

রাজস্থান রয়্যালসের সূচি

২৪ মার্চ- বনাম লখনউ সুপার জায়ান্টস, জয়পুর (দুপুর ৩.৩০)
২৮ মার্চ- বনাম দিল্লি ক্যাপিটালস, জয়পুর (সন্ধ্যা ৭.৩০)
১ এপ্রিল – বনাম মুম্বই ইন্ডিয়ান্স, মুম্বই (সন্ধ্যা ৭.৩০)
৬ এপ্রিল – বনাম আরসিবি, জয়পুর (সন্ধ্যা ৭.৩০)

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular