স্টেটমেন্ট! বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারাল লেভারকুসেন

Xabi Alonso's Bayer Leverkusen Stuns Bayern with a 3-0 Victory

“স্টেটমেন্ট গোল!” জেরেমি ফ্রিমপং এর গোলের পর বলে উঠলেন ধারাভাষ্যকার। ততক্ষণে বেএরিনা চলে গিয়েছে বায়ার লেভারকুসেন সমর্থকদের দখলে। বায়ার্ন মিউনিখের অসহায় আত্মসমর্পণ।

Advertisements

শনিবার বায়ার্ন মিউনিখকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পোক্ত করেছে জাবি আলোনসোর দল। অনবদ্য পারফরম্যান্সের সুবাদে লেভারকুসেন মিউনিখের থেকে পাঁচ পয়েন্টের পার্থক্যে এগিয়ে রয়েছে। শিরোপা জয়ের দৌড়ে অপ্রতিরোধ্য লেভারকুসেন।

বায়ার লেভারকুসেনের হয়ে মিউনিখের বিরুদ্ধে ম্যাচে তিনটি গোল করেন যথাক্রমে জোসিপ স্তানিসিচ, আলেহান্দ্রো গ্রিমাল্ডো ও জেরেমি ফ্রিমপং। এই জয়ের ফলে চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখল লেভারকুসেন।

Advertisements

এরিনায় সমর্থকদের বিক্ষোভের কারণে লীগ লিডার বায়ার লেভারকুসেন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল। সমর্থকরা মাঠে মিষ্টি এবং ছোট রাবারের বল নিক্ষেপ করেছিলেন। যার ফলে কিক-অফের হয়েছিল দেরিতে। বুন্দেসলিগার রাজস্বের একটি অংশ বাইরের বিনিয়োগকারীর কাছে বিক্রি করার পরিকল্পনার খবরে এই বিক্ষোভ প্রদর্শন। ইউনিয়ন বার্লিন এবং উলফসবুর্গের মধ্যকার খেলাটিতেও সমর্থকরা একইভাবে প্রতিবাদ প্রদর্শন করেছিলেন।