Wrestlers Protest: যৌন নির্যাতনের প্রতিবাদে এশিয়ান গেমস বয়কটের হুমকি কুস্তিগীরদের

মহিলা কুস্তিগীরদের তরফে এবার মোদী সরকারকে হুঁশিয়ারি (Wrestlers Protest) দেওয়া হলো, যদি সমস্যার সমাধান না হয় তা হলে এশিয়ান গেমস বয়কট করা হবে।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তুগীর…

short-samachar

মহিলা কুস্তিগীরদের তরফে এবার মোদী সরকারকে হুঁশিয়ারি (Wrestlers Protest) দেওয়া হলো, যদি সমস্যার সমাধান না হয় তা হলে এশিয়ান গেমস বয়কট করা হবে।আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কুস্তুগীর সাক্ষী মালিক বলেছেন, কুস্তিগীররা তখনই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে যখন সমস্যার সমাধান হবে।

   

কুস্তিগীররা WFI প্রধান ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হয়রানির মামলার তদন্ত এবং এই মামলায় তাকে গ্রেপ্তারের দাবি করে আসছে।

কুস্তিগীর সাক্ষী মালিক শনিবার বলেছেন যে তিনি এবং বজরং পুনিয়া এবং ভিনেশ ফোগাট সহ অন্যান্য দুই প্রতিবাদী কুস্তিগীর ভারতের রেসলিং ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদের কথা উল্লেখ করে, তাদের সমস্যার সমাধান হওয়ার পরেই এশিয়ান গেমসে অংশ নেবেন।

সাক্ষী মালিক বলেন “আমরা এশিয়ান গেমসে তখনই অংশগ্রহণ করব যখন এই সমস্ত সমস্যার সমাধান হবে। আপনি বুঝতে পারবেন না যে আমরা প্রতিদিন মানসিকভাবে কিসের মধ্য দিয়ে যাচ্ছি।”

WFI প্রধানের বিরুদ্ধে মামলার অভিযোগপত্রের কথা উল্লেখ করে, কুস্তিগীর বজরং পুনিয়া বলেছেন যে যদি ১৫ জুনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হয় তবে কুস্তিগীররা আরও বড় প্রতিবাদের ডাক দেবে।

বিজেপি সাংসদ ও কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে। কুস্তিগীরদের আন্দোলন মঞ্চ থেকে মিছিলে পুলিশের ধরপাকড়ে প্রবল বিতর্ক ছড়ায়।

বুধবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে কুস্তিগীরদের বৈঠক হয়। মন্ত্রী বলেন পুলিশ ১৫ জুনের মধ্যে ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির মামলায় চার্জশিট দাখিল করবে। তিনি কুস্তিগীরদের আরও বলেন ৩ জুনের মধ্যে WFI নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনওভাবেই ব্রিজভূষণ আর কুস্তি ফেডারেশনের সভাপতি থাকবেন না।

মন্ত্রীর এই আশ্বাসের ভিত্তিতে কুস্তিগীররা ১৫ জুন পর্যন্ত তাদের বিক্ষোভ থামাতে সম্মত হয়েছে। তবে প্রতিবাদী কুস্তিগীরদের দাবি, বিষয়টি সমাধান না হলে এশিয়াড বয়কট করা হবে। এশিয়াড বয়কটের হুঁশিয়ারিতে তীব্র চাঞ্চল্য।