Wrestlers Protest: যন্তর মন্তরে বিছানা নিয়ে পুলিশ ও কুস্তিগীরদের মধ্যে ‘দঙ্গল’

যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের(Wrestlers Protes) সঙ্গে দিল্লি পুলিশের মধ্যে গভীর রাতে সংঘর্ষ হয়। যেখানে ববিতা ফোগাটের মাথা বিস্ফোরণের খবর আসছে, গীতা ফোগাটের ছোট ভাই দুষ্যন্ত ফোগাটের।

Wrestlers protest after Babita Phogat

যন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগীরদের(Wrestlers Protes) সঙ্গে দিল্লি পুলিশের মধ্যে গভীর রাতে সংঘর্ষ হয়। যেখানে ববিতা ফোগাটের মাথা বিস্ফোরণের খবর আসছে, গীতা ফোগাটের ছোট ভাই দুষ্যন্ত ফোগাটের। গীতা ফোগাট টুইট করেছেন যে তার ছোট ভাইয়ের মাথা কেটে ফেলা হয়েছে। ভারতের প্রবীণ কুস্তিগীর গীতা ফোগাট পুলিশের এই পদক্ষেপকে অত্যন্ত লজ্জাজনক বলে বর্ণনা করেছেন।

Advertisements

আসলে সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট সহ অনেক তারকা কুস্তিগীর যন্তর মন্তরে ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি ব্রিজ ভূষণ সিংকে গ্রেপ্তারের দাবিতে গত কয়েকদিন ধরে ধর্নায় বসেছেন। গভীর রাতে বিছানা নিয়ে পুলিশের সঙ্গে তার ঝগড়া হয়।

বিজ্ঞাপন

ব্যাপারটা শুরু হয়েছিল ভাঁজ করা বিছানা দিয়ে। বৃষ্টির কারণে কুস্তিগীররা যেখানে বিক্ষোভ করছিল সেখানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এমন অবস্থায় ভাঁজ করা বিছানা আনা হলো। কুস্তিগীররা বিছানা নিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়, এতে সাক্ষী, বজরং সহ অনেক তারকাই পুলিশের সাথে তর্ক করতে থাকেন। এ সময় হাতাহাতিও হয়। আসলে, কুস্তিগীরদের বিছানা নিতে দেওয়া হয়নি।

কুস্তিগীরদের অভিযোগ, দিল্লি পুলিশ তাদের জোর করার চেষ্টা করেছিল। একই সঙ্গে বজরং পুনিয়াও পুলিশকর্মীদের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তোলেন। ভিনেশ ফোগাটের অভিযোগ, মাতাল অবস্থায় এক পুলিশকর্মী তাকে গালিগালাজ করেন। প্রতিবাদ করলে তার ভাইকে হত্যা করে মাথা কেটে ফেলা হয়।