দুদিন ফাঁকা মাঠে হবে WPL, কারণ শুনলে চমকে উঠবেন?

wpl-2026-matches-without-spectators-due-to-bmc-election

মেয়েদের প্রিমিয়ার লিগে (WPL 2026) দর্শক উন্মাদনার মধ্যেই এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল বোর্ড। নিরাপত্তাজনিত কারণে আসন্ন দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ফাঁকা স্টেডিয়ামে। ফলে মাঠে বসে জেমাইমা রদ্রিগেজ বা হরমনপ্রীত কৌরের খেলা দেখার সুযোগ পাবেন না ক্রিকেটপ্রেমীরা।

Advertisements

মেসি কাণ্ডের পর কলকাতায় ‘হোম ম্যাচ’ তিন প্রধান সঙ্গে এই দলের

   

আগামী ১৪ ও ১৫ জানুয়ারি নবি মুম্বইয়ের ডিওয়াই পটেল স্টেডিয়ামে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ১৪ জানুয়ারি ইউপি ওয়ারিয়জের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং ১৫ জানুয়ারি মুম্বই ইন্ডিয়ান্স খেলবে ইউপি ওয়ারিয়জের বিরুদ্ধে। তবে এই দু’দিন কোনও দর্শককে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এর মূল কারণ মুম্বই পুরসভার (BMC) নির্বাচন। ১৫ জানুয়ারি ভোটগ্রহণ এবং ১৬ জানুয়ারি ভোট গণনা। নির্বাচনী প্রক্রিয়ার কারণে শহরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব নয় বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে। ইএসপিএন সূত্রে খবর, পুলিশের পক্ষ থেকেই বিসিসিআইকে বিষয়টি জানানো হয়। নিরাপত্তার কথা মাথায় রেখেই বোর্ড শেষ পর্যন্ত দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয়।

এই পরিস্থিতিতে শুধু ১৪ ও ১৫ জানুয়ারিই নয়, আপাতত ১৬ জানুয়ারির ম্যাচের টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে। ওই দিনও দর্শকশূন্য মাঠে খেলা হবে কি না, তা এখনও চূড়ান্ত নয়। তবে ১৭ জানুয়ারির ম্যাচের টিকিট ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে।

বিশ্বকাপের আগে ফের ধাক্কা ভারতের, ছিটকে গেলেন ম্যাচ উইনার তারকা

মাঠে বসে খেলা দেখা না গেলেও হতাশ হওয়ার কারণ নেই সমর্থকদের। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচগুলি। ফলে ঘরে বসেই প্রিয় দলের খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

উল্লেখ্য, গত ৯ জানুয়ারি থেকে শুরু হয়েছে মেয়েদের আইপিএল। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। দর্শকশূন্য এই দু’টি ম্যাচ সাময়িক ব্যতিক্রম হলেও, মেয়েদের ক্রিকেটের জনপ্রিয়তায় কোনও ভাটা পড়বে না বলেই মনে করছে ক্রিকেটমহল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements