জাতীয় নির্বাচন কমিটির প্রাক্তন চেয়ারপারসন এম এস কে প্রসাদ বিরাট কোহলিকে নিয়ে যথেষ্ট আশাবাদী। তাঁর মতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) কোহলি ভালই খেলবেন। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে চেতশ্বর পূজারা, বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা এমনকি অজিঙ্ক্য রাহানের দলে ফিরে আসা, ইত্যাদি নানা বিষয়ে মন্তব্য রাখেন প্রসাদ।
প্রসাদ বলেন যে বিরাট নিজের জন্য এক উচ্চ আসন তৈরী করে ফেলেছেন ভক্তদের মনে। “তাঁর ২০২১-২২ খুব একটা ভালো যায়নি। তবে এর কারণ হল, আমরা তাঁর কাছ থেকে অনেক কিছু আশা করি। সে নিজের জন্য এমন উচ্চ মান নির্ধারণ করেছে যে তাঁকে যেন প্রতিটি ম্যাচে সেঞ্চুরি করতেই হবে। অন্যথায়, এটি একটি ব্যর্থতা। কিন্তু সর্বোপরি তিনি একজন মানুষ। অধিনায়কত্বের চাপ তাকে কিছু সময়ের জন্য লড়াই করতে বাধ্য করেছিল, কিন্তু এবার সে তাঁর ছন্দ এবং স্বচ্ছতা ফিরে পেয়ে গেছে। এ বার আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। গত বছরের এশিয়া কাপ থেকে তিনি দুর্দান্ত
ছন্দে রয়েছেন, এবং সব ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। তাঁর মনে নিশ্চয়ই আছে যে ভারত বছরের পর বছর ধরে কোনো আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি এবং ভারতকে জিততে সাহায্য করার জন্য তার সেরাটা দিতে হবে। তাঁর এতদিনে একশোর ওপর টেস্ট খেলা হয়ে গেছে। আসা রাখা যায় যে ছন্দে কোহলি রয়েছেন এখন, তিনি ফাইনালেও ভালো খেলবেন,” বলেন প্রসাদ।
৭ জুলাই ইংল্যান্ডের দ্য ওভালে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেখানে ভারতের মুখোমুখি খেলবে অস্ট্রেলিয়া। এর আগের বারও (২০২১) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছিল ভারত, তবে প্রতিপক্ষ ছিল নিউ জ়িল্যান্ড। সে বার হেরে যায় ভারত। সে বার ভরা দলই ছিল ভারতের। এই বছর চোটের জন্য যশপ্রীত বুমরা, কে এল রাহুল, রিশভ পন্থ এবং শ্রেয়শ আইয়ারের মতো ক্রিকেটরদের পাবে না ভারত। তবে বিরাট কোহলি বা শুভমন গিল যে ছন্দে আছেন, তাতে ২০১৩-র পর আরেকবার জয়ের আসা করা খুব অনুচিত হবে না!