HomeSports Newsমঙ্গলবার রাতে ফুটবল বিশ্বে দুই মহারথির লড়াই, উত্তেজনায় সমর্থকরা

মঙ্গলবার রাতে ফুটবল বিশ্বে দুই মহারথির লড়াই, উত্তেজনায় সমর্থকরা

- Advertisement -

মঙ্গলবার রাতে বিশ্ব ফুটবলের মহারণ। বিশ্বের দুই প্রান্তে রয়েছে দুটি উত্তেজক পূর্ণ ম্যাচ। যা দেখতে মুখিয়ে রয়েছে বিশ্বের হাজার হাজার ফুটবল প্রেমীরা। একদিকের স্কটল্যান্ডের বিরুদ্ধে রয়েছে পর্তুগালের ম্যাচ এবং অন্যদিকে বলিভিয়ার বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। এই দুই উত্তেজক পূর্ণ ম্যাচে খেলতে দেখা যেতে পারে বিশ্ব ফুটবলের বর্তমান দুই মহারথিকে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবং লিওনেল মেসি (Lionel Messi)। তাঁদের অগণিত ভক্তরা মুখিয়ে রয়েছেন এদিনের ম্যাচ উপভোগ করতে।

ডার্বির আগেই এই তারকার চোট নিয়ে ‘আশঙ্কায়’ মশালবাহিনী

   

নেশসন লিগে পোল্যান্ডের বিপক্ষে চেনা ফর্মে দেখা গিয়েছিল পর্তুগালের তারকা ফুটবলার রোনাল্ডোকে। পোলিশ দলের বিপক্ষে ৩-১ গোলের বব্যবধানে জয়ে গ্রুপের শীর্ষে জায়গা পেয়েছে পর্তুগাল। ৩৯ বছর বয়সেও তাঁর গোল করার দক্ষতায় নজর কেড়েছে ফুটবল প্রেমীদের। মঙ্গলবার রাতে উয়েফা নেশসন লিগে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পুর্তুগিজরা। গ্ৰুপে নিজেদের জায়গা ধরে রাখতে ম্যাচ জিততে মরিয়া রোনাল্ডোরা।

সরফরাজ নাকি গিল? জেনে নিন প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ

স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

রোনাল্ডো জাতীয় দলের হয়ে দুর্দান্ত ফর্মে থাকায় স্কটল্যান্ডের বিপক্ষে শুরু করতে আগ্রহী হবেন। প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেদের ফরোয়ার্ড এই টুর্নামেন্ট পর্তুগালের শেষ তিনটি ম্যাচে তিনটি গোল করেছেন। কার্যত দুর্দান্ত গোলস্কোরিং ফর্মে রয়েছেন। পর্তুগাল স্কটল্যান্ডের মুখোমুখি হলে তিনি আরও একটি গোল করতে পারবেন বলে আশাবাদী দলের সকলেই। তাই, মার্টিনেজ সম্ভবত রোনাল্ডোকে রেখেই প্রথম একাদশ সাজাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ভারতীয় সময় সকাল ৫.৩০ মিনিটে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচ খেলতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে গত বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার এক ভালো সুযোগ আর্জেন্টিনার কাছে।

আজকের দিনেই ভারতকে হারিয়ে বিশ্বজয়ী হয়েছিল নিউজিল্যান্ড, জানুন সম্পূর্ণ তথ্য

বলিভিয়ার বিপক্ষে খেলবেন মেসি?

এমন কোনো পরিস্থিতিই দেখা যায়নি যেখানে মেসি আর্জেন্টিনার হয়ে শুরু করেননি, সেটা প্রীতি বা বড় ম্যাচই হোক। দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তিনি সর্বদা স্টার্টিং লাইনআপে ছিলেন তিনি। তবে চোটের কারণে সেপ্টেম্বরে আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচ খেলতে পারেননি মেসি। তবে তিনি এই ম্যাচে খেলবেন যা নিশ্চিত করছে আর্জেন্টিনার আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করবে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular