বিসিসিআইয়ের এক বিশ্বস্ত সূত্র পিটিআইকে জানায় যে ২০২৩ বিশ্বকাপের (World Cup) সেমিফাইনাল হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম এবং কোলকাতার ইডেন গার্ডেনসে।
ওই সূত্র জানান, “কোলকাতার ইডেন গার্ডেনস এবং মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেই হতে পারে বিশ্বকাপের সেমিফাইনাল। দৌড়ে চেন্নাইও ছিল, তবে তার থেকে ইডেন অনেকটা এগিয়ে গেছে।”
“একটি কারণ হতে পারে নভেম্বরে চেন্নাইয়ে সবসময় বৃষ্টির সম্ভাবনা থাকে।” মঙ্গলবারের আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত আলোচনা করতে এবং ভেন্যুগুলি চূড়ান্ত করার জন্য সোমবার মুম্বাইতে বারোটি হোস্টিং অ্যাসোসিয়েশনকে ডাকা হয়েছিল।
১০টি আন্তর্জাতিক দল রাউন্ড রবিন মোডে একে অপরের বিরুদ্ধে একবার করে মোট ৪৫টি ম্যাচ খেলবে ভারতে। এর পরেই হবে সেমিফাইনাল ও তাযপর ফাইনাল।