World Cup Qualifiers: আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা দিলেন শুভাশীষরা

World Cup Qualifiers India vs Afghanistan

ফিফা বিশ্বকাপ ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭ এর প্রাথমিক যৌথ যোগ্যতা অর্জনের (World Cup Qualifiers) দ্বিতীয় রাউন্ডে আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে ভারত। সে কারণে ২৫ সদস্যের ভারতীয় সিনিয়র পুরুষ দল শুক্রবার সৌদি আরবের আবহার উদ্দেশ্যে রওনা হয়েছে।

আগামী ২১ মার্চ আবহায় আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। এরপর ২৬ মার্চ গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের হোম ম্যাচ খেলা হওয়ার কথা রয়েছে। বাছাইপর্বের ‘এ’ গ্রুপে ভারতের তিন পয়েন্টে রয়েছে। গোল ব্যবধানে এগিয়ে থাকা কুয়েতের সঙ্গে পয়েন্ট সংখ্যা সমান। বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে কুয়েত সিটিতে কুয়েতকে ১-০ গোলে হারানোর পর ভুবনেশ্বরে কাতারের কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছিল ব্লু টাইগার্সরা। বর্তমানে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে কাতার।

   

 

আফগানিস্তান ম্যাচের জন্য ভারতীয় স্কোয়াড:

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।

ডিফেন্ডার: আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল ভেকে, নিখিল পূজারি, শুভাশিস বোস, আনোয়ার আলি, আমে রানাওয়াড়ে, জয় গুপ্তা।

মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাকো, মহেশ সিং নাওরেম, সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, জিকসন সিং থৌনাওজাম, দীপক টাংরি, লালেংমাউইয়া রালতে, ইমরান খান।

ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন