Sehar Shinwari: ভারতকে হারাও আমি আছি…এবার কিউইদের জন্য কী অফার পাক সুন্দরীর?

পাকিস্তান পারেনি। বাংলাদেশও পারল না। এবার পাকিস্তানের হট অভিনেত্রী সেহর শিনওয়ারির ভরসা নিউজিল্যান্ড। যেকোনোভাবে ভারতের হার দেখতে চান এই অভিনেত্রী। সম্প্রতি পাক অভিনেত্রীর আরও একটি টুইট ভাইরাল। যেখানে তিনি বলেছেন, ‘আমি এখনো আশা হারাচ্ছি না। ইনশাআল্লাহ আমাদের কিউইরা (বিশেষ করে আমার প্রিয় জিমি নিশাম) রবিবার ভারতকে হারাবে। শুধু অপেক্ষা করুন।’

ভারত-বাংলাদেশ ম্যাচের আগে সোশ্যাল মিডিয়া পোস্টে শিনওয়ারি জানিয়েছিলেন, বাংলাদেশ দল যদি ভারতের বিরুদ্ধে জয় পায়, তাহলে তিনি ঢাকায় গিয়ে বাঙালি ছেলেদের সঙ্গে মাছ খাবেন। কিন্তু ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারেনি বাংলাদেশ। সহজ জয় পেয়েছে ভারত। যদিও সে কথা মানতে নারাজ শিনওয়ারি। তাঁর দাবি, ভারতের মাটিতে ভারতীয় দলকে কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছিল বাংলাদেশ। সোশ্যাল মিডিয়ায় পাক অভিনেত্রী লিখেছেন, ‘বাংলার টাইগাররা দারুণ খেলেছো। তোমরা অন্তত ঘরের মাঠে ভারতীয় দলকে চ্যালেঞ্জ জানিয়েছো।’

   

বৃহস্পতিবারে ম্যাচে ভারতের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন আগে ব্যাট করে ৫০ ওভার থেকে ২৫৬ রান করেছিল টাইগাররা। রোহিত-কোহলিরা মাত্র তিন উইকেট হারিয়ে ৮ ওভার ৩ বল হাতে রেখেই টপকে যায় ২৫৭ রানের লক্ষ্য।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন