বিতর্ক দিয়ে শুরু মহারণ! পাক অধিনায়কের সঙ্গে কি করলেন শাস্ত্রী?

মরু শহরে বেজে উঠেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল শুরুই হল বিতর্ক দিয়ে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সূর্য কুমার…

Live Update India vs Pakistan in Asia Cup 2025 Final

মরু শহরে বেজে উঠেছে যুদ্ধের দামামা। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনাল শুরুই হল বিতর্ক দিয়ে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক সূর্য কুমার যাদব। তার সাক্ষাৎকার নিলেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার রবি শাস্ত্রী। কিন্তু পাক অধিনায়ক সলমন এগিয়ে আসতেই শাস্ত্রী সরে দাঁড়িয়ে সাক্ষাৎকার নেওয়ার জন্য জায়গা করে দেন প্রাক্তন পাক পেসার ওয়াকার ইউনিসকে।

Advertisements

এই ঘটনায় দর্শক স্বভাবতই চমকে গিয়েছে। আগে হ্যান্ডশেক বিতর্ক তারপর আজ পাকিস্তান অধিনায়কের সাক্ষাৎ নেওয়া থেকেও নিজেদের দূরেই রাখল ভারত। সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। এর আগে হ্যান্ডশেক বিতর্কে ভারত-পাকিস্তান ক্রিকেট সম্পর্কে উত্তেজনা তৈরি হয়েছিল, এবং এখন শাস্ত্রীর এই পদক্ষেপ ভারতের দূরত্ব বজায় রাখার মনোভাবকে আরও স্পষ্ট করেছে।

   

আজ ভারতের লাইন আপে হার্দিক পান্ডিয়ার মতো অলরাউন্ডারকে পাবে না ভারত। তার বদলে টিমে এসেছেন রিঙ্কু সিং। কিন্তু জসপ্রীত বুমরাহ এর সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে হয়তো সঙ্গ দেবেন শিবম দুবে। মাঠের বাইরে এই বিতর্ক যতই তীব্র হোক, মাঠের লড়াইয়ে ভারত তাদের অপরাজিত রেকর্ড ধরে রাখতে মরিয়া। পাকিস্তানও দুবাইয়ের মাঠে জয়ের জন্য প্রস্তুত।

ফাইনালে টস জিতে বিরাট সিদ্ধান্ত সূর্যের, ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

দুবাইয়ের পিচ ব্যাটিং সহায়ক হলেও, সন্ধ্যায় ডিউ ফ্যাক্টর বোলারদের জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ভারতের বুমরাহ এবং পাকিস্তানের শাহিন আফ্রিদির মধ্যে পেস যুদ্ধ এই ম্যাচের অন্যতম আকর্ষণ।সোশ্যাল মিডিয়ায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ক্রিকেটপ্রেমীরা এই ম্যাচের জন্য উচ্ছ্বসিত, অন্যদিকে রাউত ও শাস্ত্রীর মনোভাবের সমর্থনে অনেকে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক বন্ধের দাবি তুলেছেন।