HomeSports NewsWomen’s T20 Challenge এর টাইটেল স্পন্সরশিপ এই ফ‍্যান্টাসি স্পোর্টস প্ল‍্যাটফর্ম 

Women’s T20 Challenge এর টাইটেল স্পন্সরশিপ এই ফ‍্যান্টাসি স্পোর্টস প্ল‍্যাটফর্ম 

- Advertisement -

এর আগেপুরুষদের আইপিএলের টাইটেল স্পনসরশিপ এর দায়িত্ব ছিলো ড্রিম ইলেভেনের হাতে।এবার মেয়েদের মিনি আইপিএলের (Women’s T20 Challenge) টাইটেল স্পনসর এর ভূমিকায় দেখা যাবে মাই ইলেভেন সার্কেল’কে।

বর্তমানে আইপিএলের স্পন্সর টাটা,তার আগে চিনা সংস্থা ভিভো’র সাথে চুক্তি ভাঙার পর সাময়িক ভাবে ড্রিম ইলেভেন দায়িত্বে ছিলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের টাইটের স্পন্সরশিপের।

   

রোববার ভারতীয় ক্রিকেট বোর্ড আসন্ন ওমেনস টি-২০ চ্যালেঞ্জের স্পনসর হিসেবে ঘোষণা করেছে My11Circle এর নাম।

প্রসঙ্গত, এবছর ২৩-২৮ মে জুড়ে পুণের এমসিএ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন টিমের ওমেনস টি-২০ চ্যালেঞ্জ।৪ টি ম‍্যাচ অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট জুড়ে।১২জন আন্তর্জাতিক তারকা অংগ্রহণ করবেন বলেই জানিয়েছে বিসিসিআই ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular