পাকিস্তানকে গোলের মালা দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ (Women’s SAFF Championship:) শুরু করেছে ভারতীয় ফুটবল দল। অন্যান্য ম্যাচের তুলনায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল সাফের এই ম্যাচ। ভারতীয় অধিনায়িকা আশালতা দেবীর সততম ম্যাচ ছিল এটি। যারফলে প্রথম থেকেই সকলের নজর ছিলেন তিনি। এছাড়াও এই ম্যাচের মধ্যে দিয়ে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০ তম গোল পেয়েছেন ভারতীয় মহিলা দলের অন্যতম ভরসাযোগ্য ফরোয়ার্ড বালা দেবী (Bala Devi)। যা নিঃসন্দেহে অনেকটাই আত্মবিশ্বাস বাড়াবে দলের ফুটবলারদের।
ম্যাচের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গে বলেন, “পঞ্চাশ তম গোল করতে পেরে আমি যথেষ্ট খুশি। সর্বদা নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে গেছি। ভারতীয় দলের জার্সিতে ও গোল করলাম আবার। বিশেষ করে আমার যে পঞ্চাশ তম গোল রয়েছে, সেটি আমার স্বর্গীয় পিতাকে উৎসর্গ করছি। কিছু মাস আগেই তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন।” উল্লেখ্য, নিজের ক্যারিয়ারের এই রেকর্ড করার পরেই কিছুটা আবেগ প্রবন হয়ে পড়েছিলেন বালা দেবী।
যারফলে চোখে জল ও দেখা গিয়েছিল তাঁর। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ” বহুদিন পর জাতীয় দলের হয়ে আবার গোল করেছি। সেইজন্য একটু আবেগ প্রবন হয়ে পড়েছিলাম। ” আগামী ২৩শে অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে সন্তোষ কাশ্যপের মেয়েরা। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী বাংলাদেশ। প্রথম ম্যাচের মত এই ম্যাচ ও জয়ের লক্ষ্য থাকবে ভারতীয় ফুটবল দলের। তাঁর আগে বেশ কয়েকদিন সময় রয়েছে দলের হাতে।
An emotional 5️⃣0️⃣th International goal for @BalaDevi_10 ✊#PAKIND #SAFFWomensChampionship2024 #IndianFootball ⚽ pic.twitter.com/KR0ZcGfYs7
— Indian Football Team (@IndianFootball) October 17, 2024
নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে আরও ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য আশালতা দেবীদের। উল্লেখ্য, এই পাকিস্তান ম্যাচে শুরু থেকেই যথেষ্ট দাপট থেকেছে ভারতীয় ফুটবল দলের। তাঁদের আক্রমণ প্রতি আক্রমণে কার্যত দিশেহারা হয়ে পড়েছিল প্রতিপক্ষ দল। সেই ধারা বজায় রেখে পরবর্তী ম্যাচ জিততে চাইবেন বালা দেবীরা।